আপনার মেমোরী কার্ড/পেনড্রাইভ Format নিচ্ছে না (নিয়ে নিন সমাধান)

প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমার দোকানে এক কাস্টমার আসল , তার প্রবলেম হল মেমোরী কার্ডে কোন কিছু ডিলেট এবং কি কিছু লোড নিচ্ছে না, অনেক দোকানদার কে দেখাল, কেউ পারলো না, অবশেষে অন্য লোকের মারফতে আমার কাছে আসল, তার আশা আছে আমি পারব। প্রথমে আমি ও ফরম্যাট গিয়ে দেখি write protected করা মেমোরী টি ।
(ইনশাআল্লাহ আমি ও নেমে পড়লাম সমস্যা সমাধানে পেয়ে গেলাম অবশেষে সমাধান)

প্রথমে My Computer এ রাইট বাটন ক্লিক করে Manage এ ক্লিক করুন।

এবার, Disk Management ক্লিক করুন। তাহলে মেমোরী কার্ড/পেনড্রাইভ শো করবে মাউসের রাইট বাটন ক্লিক করে Format এ ক্লিক করে নিচের মত ফরম্যাট দিয়ে দিন।

এবার দেখুন কত সুন্দর ভাবে মেমোরী কার্ড/পেনড্রাইভ ফরম্যাট হয়ে গেল।

নিয়মটি জেনে রাখুন হয়ত তো কোন এক সময় সমস্যায় পড়লে কাজে আসবে। এখন আপনি মেমোরিতে লোড এবং ডিলেট করতে পারবেন।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মেমোরি my computer এ show করে কিন্তু formet হয় না । এই ভাবে করলে কি formet হবে। আবার মাঝেমাঝে show করে না। আমার ১৬ জিবি মেমোরি ১টা আর ৪ জিবি একটা

“The format did not complete sucessfully ” – দেখায় । কি করব ?

পেয়ে গেলাম সমাধান —

কথা হচ্ছে সমাধান পাওয়ার পর সেটা প্রয়োগ না করেই শেয়ার দিলে হবে?

    @Bootable Ishraque: স্ক্রীন শর্ট সহ দিয়ে দিলাম কাজ করে আর আপনি বললেন প্রয়োগ না করে শেয়ার করলাম @ আগে নিজেই ট্রাই করি পরে শেয়ার করি @ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য।

Level 2

ভাই আপনি যে ভাবে দেখালেন এবং বললেন তাতে কোন প্রকার কাজ হয় না। আপনি যা দেখিয়েছেন তার চেয়ে বেশি ট্রাই করেছি কাজ হয় না।