আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।আশা করি সবাই ভালো আছেন।তো অনেক সময় আমাদের কাজের ফাকে ইউটিউবের ভিডিও দেখতে হয়।কিন্তু একই সাথে তা সম্ভব হয় না।কারন ইউটিউব ভিডিও দেখার জন্য আলাদা কোনো প্লেয়ার নেই। আগে যদিও কেএম প্লেয়ার থেকে দেখা যেত কিন্তু এখন নতুন ভার্সনে তা হয় না ।
তাই বলে কি ইয়ুটিউব ভিডিও দেখবেন না আপনার ইচ্ছা মত?অবশ্যই দেখবেন 😆
তাহলে শুরু করা যাকঃ
১)প্রথমে ইন্টারনেট থেকে Baidu Browser download করে নিন অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেন।
২) ইন্সটল শেষে ওপেন করুন এবং এ্ড্রেস বারে টাইপ করুন http://www.youtube.com.
৩)তারপর ইয়ুটিউব ওপেন হলে আপনার পছন্দ মত ভিডিও ওপেন করুন।
৪)ভিডিও অপেন হলে দেখতে পাবেন যে ভিডিওর ঠিক ওপরে এইরকম দুটি আইকন।
৫)এখন যদি আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান তাহলে এই আইকনটিতে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ি ফরম্যাট(ভিডিও অথবা অডিও) ডাউনলোড করতে পারবেন।
৬)এখন আপনি যদি ভিডিওটি স্ক্রিন যেকোনো জায়গায় দেখতে চান তাহলে এই আইকনটিতে ক্লিক করুন।
৭)ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার ভিডিওটি এভাবে আলাদা হয়ে গেছে।এখন আপনার ইচ্ছা মত রিসাইজ কিংবা ফুলস্ক্রিনে দেখতে পারবেন এবং সেই সাথে আপনার কাজও করতে পারবেন।
৮) দেখা শেষ হলে এখানে ক্লিক করে আগের স্ক্রিনে ফিরে যেতে পারবেন।
কেমন লাগল মন্তব্য করে জানাবেন। 🙂 😎
প্রথম প্রকাশিত এখানে
আমি মৃদুল অরফিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice