একসঙ্গে একাধিক Pdf ফাইল সংরক্ষণ করুন।

আসসালামু আলাইকুম,

আশাকরি সবাই ভালো আছেন।

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , কিভাবে একসঙ্গে একাধিক Pdf ফাইল সংরক্ষণ করবেন।

Pdf বাইন্ডার SOFTWARE টির ব্যবকার করে অনেক Pdf ফাইল একত্রে রাখা যায়।

 

 

 

 

 

 

 

 

 

Free download ঠিকানা থেকে SOFTWARE টি ডাউনলোড করে ইনস্টল শেষে এটি চালু করতে হবে।

এরপর অ্যাড ফাইলে ক্লিক করে যেসব Pdf ফাইল একটি ফাইলে রুপান্তর করতে ইচ্ছুক

সেগুলো সিলেক্ট করে অথবা প্রয়োজনীয় ফাইল্গুলোকে টেনে Pdf বাইন্ডারের মধ্যে নিতে

হবে।

এবার Pdf ফাইল্গুলোকে প্রয়োজনীয় ক্রমানুসারে সাজাতে হবে।

এখন যে ফাইলটি প্রথমে যাবে , সে ফাইলটি সিলেক্ট করে আপ বাটনে ক্লিক করতে হবে

অথবা নিচে নামাতে ডাউন বাটনে ক্লিক করলে চলবে।

ফাইলগুলো ক্রমানুসারে সাজানো শেষ হলে বাইন্ড বাটনে ক্লিক করতে হবে।

বাইন্ডিং প্রসেস শুরু হয়ে যাবে।

সব ফাইল একত্রে একটি ফাইলে রুপান্তরিত হওয়ার পর একটি নোটিফিকেশন আসবে ।

আশাকরি আপনার এতক্ষনে বুঝে গেছেন।

প্রথমে প্রকাশিত হয়েছে এখানে

ইচ্ছে হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস