আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
এ টিউনে আপনাদের জন্য রয়েছে , কিভাবে ভুয়া মেইল ID চেক করবেন।
ই-মেইল hacking এর জন্য হ্যাকাররা ব্যাবহার করছে ভুয়া ই-মেইল ID। আর এই
ভুয়া ই-মেইলের ফাঁদে গুরুত্বপূর্ন তথ্য হারিয়ে ফেলতে পারি আমরা।
তবে একটু সচেতন হলে ভুয়া ID শনাক্ত করা সম্ভব।
আপাতভাবে মেইল পাঠিয়ে অথবা ওয়েব সার্ভিস ব্যাবহার করে ভুয়া ই-মেইল ID
শনাক্ত করা যাবে ।
যে মেইলটি বা ID টি ভুয়া মনে হবে সেই অ্যাড্রেসে একটি মেইল পাঠাতে হবে , এতে
অ্যাড্রেসটি ভুয়া হলে একটি ফেইলর নোটিশ আসবে। অন্যথায় মেইল সেন্ট হবে।
এতে বোঝা যাবে মেইলটি আসন নাকি নকল।
আবার ই-মেইল অ্যাড্রেস চেকার সার্ভিসের মাধ্যমে ই-মেইলের ভ্যালিডিটি চেক করা যায়।
এ জন্য fake mail checker এই লিংকে গিয়ে ই-মেইল আইডির বক্সে
কাংখিত ID ইনপুট দিতে হবে এবং চেক বাটনে ক্লিক করতে হবে।
কম সময়ের মধ্যে এটি ফল প্রকাশ করবে।
মেইল ID ভ্যালিড হলে টিক চিহ্ন থাকবে এবং আরো ইনফো দেখা যাবে।
আর ই-মেইল ভ্যা হলে ক্রস চিহ্ন থাকবে।
সাইটটিতে ২৪ ঘন্টায় একই আইপি দিয়ে ৩ বার ই-মেইল আইডি চেক করা যাবে।
আশাকরি এ টিউনটি আপনাদের অনেক উপকারে আসবে।
প্রথমে প্রকাশিত হয়েছে এখানে তে।
ইচ্ছে হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://inboxok.com/site-link/ এই লিংক পেক লিকে সাচ মার কত টা বাইর হবে দেখুন