ওয়েবসাইট মালিকদের জন্য একটা বিরক্তিকর কাজ হচ্ছে কোনো ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে তা আবার অনলাইন ড্রাইভ গুলোতে আপ্লোড দেওয়া। কিন্তু এটি না করল সাইট একদম চলে না। আজ আপনাদের দেখাবো কিভাবে ইন্টারনেট থেকে কোনো ফাইল সরাসরি অনলাইন ড্রাইভে সংরক্ষন করতে হয়। বেশি কথা না বলে কাজ আরম্ভ করিঃ
ধাপ ১ঃ প্রথমে এই লিনকে প্রবেশ করুন।
ধাপ ২ঃ " Sign in with Google" এ ক্লিক করুন। আপনার জিমেইলে লগিন করুন।
ধাপ ৩ঃ এবার উপরের বক্সে কাংখিত ফাইলের লিনক দিন এবং নীচের বক্সে আপনার অনলাইন ড্রাইভটি সিলেক্ট করুন। এবার স্ক্রিনে লিখিত ধাপগুলো অনুসরন করে কাংখিত ফাইলটি সরাসরি আপনার অনলাইন ড্রাইভে সেভ করুন।
এটির মাধ্যমে আপনি গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপ বক্স, স্কাই ড্রাইভ, এভারনোট এবং FTP তে সরাসরি ফাইল সেভ করতে পারবেন। এতে আপনার সময় এবং ইন্টারনেট ডাটা উভয়ই বাচবে। এমন আর কাজের ট্রিক পেতে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন RoundThought.com
আমি সালমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks