আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
এ টিউনে আপনাদের জন্য রয়েছে , কিভাবে আপনার কম্পিউটার এ খুব দ্রুত ফাইল বা যে কোনো ধরনের ডাটা খুজে বের করবেন।
ফাইল বা ফোল্ডার খুজে পাচ্ছেন না ?
অপারেটিং সিস্টেমের search সুবিধা অনেক সময় নেয় কিছু খুজে দিতে।
এই সমস্যার সমাধান এবং খুব দ্রুত প্রয়োজনীয় ফাইলটি কম্পিউটার এর hard disk থেকে খুব দ্রুত খুজে দেবে
একটি সফটওয়্যার। এই সফটওয়্যার টি বহনযোগ্য বলে কম্পিউটার এ install না করলেও চলবে।
প্রচলিত প্রায় সব অপারেটিং সিস্টেমে এটি চলবে।
এই সফটওয়্যার এর আকার মাত্র ৩২০ kb.
আমি নিচে DOWNLOAD LINK দিয়ে দিলাম।
সফটওয়্যার টি ডাউনলোড করে সফটওয়্যার নামের উপর ডাবল ক্লিক করে কাজ শুরু করে দিন।
সফটওয়্যার ওপেন হলে ফাকা বক্সটিতে ফাইলের নাম লিখুন।
দেখুন কত দ্রুত HARD DISK এর কোথায় আপনার ফাইলটি আছে, তা নিমিষেই খুজে দেবে।
প্রথমে প্রকাশিত এখানে।
ইচ্ছে হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।