হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। টিউন মার্কেটিং নিয়ে আজকে আমার টিউন। অনেকে নিজের টিউন কীভাবে মার্কেটিং এর জন্য ফেসবুক বা টুইটারে অটোমেটিক শেয়ার করতে হয় তা জানেন না। কিংবা অনেকে জানলেও কাজ করছে না, তাদের জন্য আপডেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমার আজকের টিউন। আশা করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য শেয়ারিং এর জন্য সমস্যা সবার দূর হবে।
আপনি একজন নিয়মিত টিউনার? তাহলে আপনি জানবেন টিউন লেখা থেকে শুরু করে ফলোয়ারদের প্রশ্নের উত্তর দিতে কতো সময় একজন টিউনারকে ব্যয় করতে হয়। কারণ আপনি যতোবেশি অনলাইনে একটিভ থাকবেন আপনি ততবেশি ব্লগিং এ সফল। 🙂
অন্যদিকে আপনার সকল টিউন আপনার সকল বন্ধু বা অনুসারীদের কাছে পৌঁছানো দরকার। কিন্তু এতো ব্যস্ততার মধ্যে হয়তো আপনি সব টিউন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার বা লিঙ্কড-ইনে শেয়ার করে পারেন না। কিন্তু ম্যাক্সিমাম ফলোয়ার হয়তো আপনার এই সোশ্যাল মিডিয়া নির্ভর। সেহেতু আপনার সকল টিউন বা টিউন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা দরকার। কিন্তু এটা একটা একটা করে শেয়ার করা কষ্ট সময় সাপেক্ষ ব্যাপার।
সেহেতু এই কাজকে সহজ করে দিতে কিছু থার্ড পার্টি অ্যাপ বা ওয়েব সাইট আছে। আপনি সেখানে ম্যানুয়ালি আপনার ব্লগ, সোশ্যাল সাইটের ওয়েব এড্রেস দিয়ে পারমিশন দিলে অটোমেটিকালি আপনার টিউন সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুক বা টুইটারে টিউন হয়ে যাবে। যেহেতু সোশ্যাল মিডিয়া আপনার ব্লগের জন্য ভিজিটর আনতে খুব কার্যকারী ভুমিকা রাখে সেহেতু আপনি আপনার সকল লেখা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হয়। সেই কাজকে সহজ করতে যে মাধ্যমগুলো আছে তাঁর মধ্যে সব থেকে জনপ্রিয় মাধ্যম নিয়ে আমার আজকের আলোচনা।
সঠিক উচ্চারণ ডেলিভার ডট ইট। এটি আপনার ব্লগের টিউন শেয়ার করার একটি গুরুত্বপূর্ণ থার্ড পার্টি অ্যাপ। আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজে আপানার সকল ব্লগের টিউন জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটারে শেয়ার করতে পারবেন।
আশা করি বুঝতে সমস্যা হবে না। তারপরও কোন সমস্যা হলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
খুব ভাল লাগলো, এমনটাই খুজছিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।