আপনার computer এর Drive লুকিয়ে ফেলা।

আপনার কম্পিউটার যদি অনেকে ব্যবহার করে তাহলে আপনার file এর নিরাপত্তা থাকে না। সবাই আপনার file গুলো দেখতে পারে। তাই আমরা ফাইল গুলো হাইড করে রাখি। অনেক গুলো ফাইল লুকিয়ে রাখা যেমন বিরক্তি কর তেমনি কষ্ট কর। তাই যদি সবগুলো ফাইল একটি ড্রাইবে রেখে লুকিয়ে ফেলি তাহলে তো ভালো হয় তাই না?

এবার কিভাবে একটি ড্রাইব লুকিয়ে ফেলবেন তাই চিত্র সহকারে দেখাচ্ছি।

প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে ok করুন। নিচের মত একটি window আসবে।

তার পর user configuration  এ ক্লিক করুন।

এখান থেকে Administrative Template open করুন।

তার পর windows Component open করুন.

এখান থেকে Windows Explorer open করুন।

তার পর Hide these specific Drive from my computer  কে open করুন।

Enable করুন।

তার পর drive select করুন।

এবার দেখুন আপনার Selected Drive  গায়েব।

একই পন্থা অবলম্বন করে গিয়ে Disable বা Not Configured এ ক্লিক করে ok করুন। পুনরায়   দেখুন আপনার Drive ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভাল একটা টিপস দিলেন জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার টিউনটাও সুন্দর হইছে।

    আপনাকে ও ধন্যবাদ। সুন্দর কমেন্ট করার জন্য

জানা ছিলো আবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ.

ভাল টিপস। অনেকের কাজে লাগবে।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

Level 0

জাকির ভাই আপনার টিউনটি ভালো হয়েছে
তবে, আমার মতে আরো বড় ব্যাপার (প্রোগ্রামিং) নিয়ে টিউন করলে আপনার সময়ের যথার্থ ব্যবহার হবে,
কি বলেন জাকির ভাই???

    আমি ও তাই মনে করি।ধন্যবাদ আপনাকে।

    জাকির ভাই আপনার প্রোগ্রামিং নিয়ে করা টিউনগুলা কিন্তু ভালই লাগছিল।আমি নিজেও সি শিখছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে মিলে আমিও ঐ বিষয় নিয়ে লেখতে চাই। অথবা আপনার যদি আপত্তি থাকে তবে আমি আমার লেখা আপনাকে পাঠাই আপনার ভাল লাগলে দিতে পারেন। কি বলেন?

    টেক টিউন্স আমার নয় যে আমার অনুমতি নিয়ে টিউন করতে হবে। এটা Open Source এর মত। স্বাধীন। আমার রাগ করার কিছুই নেই। আমি মনে করি এতে আরো ভালো হবে।
    আমকে পাঠানোর চেয়ে আপনি টিউন করলেই মনে হয় ভালো হবে।
    তারপর ও যদি পাঠাতে চানঃ [email protected] এ মেইল করুন।

    না ভাই একজনে করলেই একটা সুন্দর ধারাবাহিকতা থাকে। ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ হবে।

জাকির একই পোষ্ট আমি ও করেছিলাম অনেক আগে TECHTUNES এ । তাই টিপস দেবার আগে দেখে নিয়ো পোষ্ট টা আগে টিউন টা হয়েছে কি না !!! এতে তোমার সময় বাচবে & অনেক ভাল টিউন করতে পারবে

আগের টিউন টার লিঙ্ক দিলাম
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/14078/

শুভ কামনা রইলো

    সরি আমি Search করে পাইনি তো তাই দিলাম। ধন্যবাদ রোমেল ভাই। আপনি আমকে ভুল বুঝেছেন

    রোমেল ভাই রাগ করবেন না। এরকম হতেই পারে।

খুব ভাল হয়েছে ।

ভাল হইছে তবে আরও সহজে করাযাই………
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ। কিভাবে করা যায় তা সবাইকে শিখিয়ে দিবেন প্লিজ।

    হা আব্যশই।

খুবই…খুবই ভাল একটা টিপস দিলেন জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    আপনাকে ও অসংখ ধন্যবাদ

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ। কমল ভাই

উপকারে লাগবে।ধন্যবাদ জাকির ভাই।

Level 0

সুন্দর টিপস্, ধন্যবাদ আপনাকে।

সরি সেভেন এ পারলাম না

জাকির ভাই চালিয়ে যান আমরা সবাই আছি আপনার সাথে।