মাউস নাই কি হয়েছে Keyboard তো আছে।

আসালামু আলাইকুম.........অনেক সময় দেখলেন যে আপনার মাউস হঠাৎ নস্ট হয়ে গেল। তখন যদি আপনার অন্যকোন মাউস না থাকে তা হলে কি করবেন? অনেকে Keyboard এর শর্ট কী দিয়ে কাজ করেন কিন্তু যাদের সকল শর্ট কী জানা থাকে না তাদের জন্য ইহা অনেক কস্টসাধ্য কাজ।

যদি Keyboard দিয়ে mouse cursors কে নেরেছেরে ব্যবহার করতে পারেন মাউসের মত কেমন হয়। তার জন্য আপনাকে Alt+Shift+Num Lock ক্লিক করতে হবে। তারপর Mouse Keys মেনোটি আসবে।

এখানে  Settings থেকে mous এ জান

Use MuseKeys তে টিক মার্ক দিন।

ইচ্ছা করলে Use MuseKeys Settings থেকে মাউস ইস্প্রিড বাড়াতে কমাতে পারেন।

Ok চাপোন।

বাস এখন ০ থেকে ৯ (  o=>L, 5=>R, 1+9=>/, 3+7=>\ , 4+6=> ---, 2+8=>| ) পর্যন্ত মাউস এর কাজ করবে।

ভাল থাকবেন ধন্যবাদ..........,

Level 0

আমি উদাস মাজহারুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি কাজী মু,মাজহারুল ইসলাম। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির উপর ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে এখন BSc ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন করতেছি পাশাপাশি একটি বেসরকারি প্রিতিস্ঠানে চাকরি করতেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিল। তারপরও ধন্যবাদ।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

ধন্যবাদ।

ভাল টিপসটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ,ভাল টিপস।

onek somoy hothat kore mouse e disturb dile khub kaje lagbe, share korar jonno dhonnobad

onek somoy hothat kore mouse e disturb dile khub kaje lagbe, share korar jonno dhonnobad

বিপদের সময় কাজের জিনিস। ধন্যবাদ মাজহারুল ভাইকে।

হুম! কাজের টিপস। কিন্তু উবন্তুতে কি ভাবে ব্যাবহার করবো?

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ।

খুব ভালো, তবে এ অবস্থায় মাউস কাজ করবে তো, জানালে উপকৃত হব। [email protected]

    হা ভাই মাউস যদি ভাল থাকে তবে কাজ করবে।