মোবাইল মডেম সেটাপ ও ডায়ালার তৈরি। মোডেম কেনার খরচ বাঁচান

বর্তমান যুগে আমরা সবাই কম বেশি মোবাইল ব্যবহার করে থাকি। মোবাইল বা সেল ফোন কথা বলার উদ্দেশে তৈরি হলেও তা আর এর মদ্ধো সিমাবদ্ধ নেই। মোবাইলের এখন হচ্ছে নানাবিধ ব্যবহার। তাই মোবাইলের অন্যান্য ব্যবহার বলতে গেল প্রথমেই চলে আসে ইন্টারনেটের কথা। বাজারে প্রচলিত এখনার প্রায় প্রতিটি সেটে ইন্টারনেট বা জি.পি.আর.এস সুবিধা আছে। তাই সহজে আমরা রাস্তা বা বাজারে মেইল চেক করেত পারি। শুধু তাই নয় এসব সেটের অনেক গুলোকে আমরা মডেম হিসেবেও ব্যবহার করতে পারি। সুতরাং একটু কৌশল করলেই আলাদা ভাবে মডেম কেনার খরচ বেঁচে যাবে। চলুন দেখি...

মোডেম সেটাপঃ

আপনার হ্যান্ডসেটটিকে মোডেম হিসেব ব্যবহার করতে চাইলে আপনার অবশ্যই সেই সেটের ডাটাকেবল থাকতে হবে। প্রথমে ডাটা কেবলটির এক প্রান্ত আপনার ফোনের কমুউনিকেশন পোর্টের সাথে যুক্ত করুন এবং অপর প্রান্ত কম্পিউটারের ইউ.এস.বি পোর্টের সাথে যুক্ত করুন । এরপর আপনার হ্যান্ডসেটের Menu > Setting > Connectivity অপশনে যান। Modem বা Infrared নির্বাচন করুন। ঞ্যান্ডসেটর ভিন্নতার কারনে বিভিন্ন রকম অপশন আসতে পারে। New Hardware Setting নামে একটি Window আসবে। Autometic Recombinent অপশনটি নির্বাচন করে Next করুন। সব ড্রাইভার চিনতে যদি সমস্যা না হয় তা হলে মডেম ইন্সটল হয়ে যাবে। যদি মডেম ইন্সটল না হয় সে ক্ষেত্রে সেটের প্যাকেজের সঙ্গে থাকা ড্রাবিভার সিডি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে পরের উইন্ডোতে Have Disk অপশেন ক্লক করে ড্রাইভার সিডিটি চিনিয়ে দিন। এরপর Next করুন। তাহলে ইন্সটলে আর কোন সমস্যা হবে না।

ডায়ালার তৈরিঃ

ইন্টারনেট ব্যবহারের আগে আপনাকে অবশ্যই ডায়ালার তৈরি করে নিতে হবে। যার মাধ্যমে আপনি ISP এর নির্দিষ্ট ফোন Number এ ডায়াল করে ইন্টারনেটের সাথে যুক্ত হবেন।

প্রথমে Control Panel থেকে Network Connection Wizerd এ ডাবল ক্লিক করুন। বামপাশ থেকে Create a New Connetion এ ক্লিক করুন। New Connection Wizers নামে একটি বক্স আসবে। Connect To The Internet অপশনটি নির্বাচন করে Next করুন। Set Up Connetion Manually নির্বাচন করে আবারও Next করুন। Connect Using A dialup Modem নির্বাচন করে পুনরায় Next করুন। টেক্স বক্সে ISP এর নাম লিখুন (যেমন-)। Next করুন। Phone Number এর ঘরে Hunting Nember (যেমন-grameenphone- *99***1#) লিখে Next করুন। সবশেষে Add A Shortcut to this connection t my desttop অপশনটিতে টির্কমাক দিয়ে Finish বাটনে ক্লক করুন।

এরপর Desktop থেকে ডায়ালারটিকে ওপেন করে ইন্টারনেটে যুক্ত হউন।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রযোজনীয় টিউন । আপনার ওয়েব পেইজটি ভাল ।

Level 0

আপনার মতামতের জন্য ধন্যবাদ। শ্রীগ্রয় আমার আরো কয়েকটি ওয়েবসাইট্‌ আসছে।

Level 0

ভিিবন্ন ধরেনর েমাবাইেলর লক েখালা

Bhai robi hunting number ki?

Level 0

vai windows 7 a to option gula nai,,ekhon ki kori,,