আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে,
কিভাবে আপনার COMPUTER এর DESKTOP এর উপরের icon গুলো থেকে shortcut চিহ্ন দুর করবেন।
তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার COMPUTER এর DESKTOP থেকে start বাটনে ক্লিক করে run এ যান এবং regedit লিখে এন্টার চাপুন।
এবার আপনি HEKY_CLASSES_ROOT তে ক্লিক করুন।
এরপর আপনি ctl+f চাপুন।
তাহলে একটি সার্চ বক্স আসবে।
এখানে যে বক্সটি এসেছে সেখানে IsShortcut লিখুন এবং এন্টার চাপুন।
IsShortcut নামে যে ফাইলটি দেখা যাচ্ছে তা ডিলিট করে দিন।
এভাবে আপনি বার বার সার্চ করুন এবং ডিলিট করতে থাকুন।
যতক্ষন এই ফাইলটি পাওয়া যাবে ততক্ষন ডিলিট করুন।
যখন এই ফাইলটি আর পাওয়া যাবেনা তখন আপনি COMPUTER কে একবার Restart করুন।
কাজ শেষ।
আশা করি আপনারা কাজটি সফল ভাবে বুঝতে পেরেছেন।
আর যারা একনও বুঝেননি, তারা এই ভিডিও টি দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=teaqPTm8vEo&list=UUQv7A1Ldxp9M5ohOCOgfYIA
একই সাথে এখানে প্রকাশিত।
এই রকম আরও ভিডিও পেতে চাইলে এই channel টি Subscribe করতে পারেন।
https://www.youtube.com/channel/UCQv7A1Ldxp9M5ohOCOgfYIA
ইচ্ছে হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের জিনিস তো!