আসসালামলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। কয়েকদিন পর টিউন করতে বসলাম (প্রায় সাড়ে ৩ মাস পর)।
যাই হোক আজ টিউন করতে যাচ্ছি অনলাইনে ফ্রীতে আপনি কত কিছু করতে পারবেন।
আর সবচেয়ে বেশি সুবিধা হল প্রথম ২ টিতে রেজিঃ কোনো ঝামেলা নেই!!!:mrgreen: 😆
১)প্রথমে এই লিঙ্কে যান।
তারপর যে মোবাইলে SMS টি পাঠাবেন সেই ফোনের নাম্বার দিন। SMS এর টেক্সট দিন। Math টি সলভ করে SMS টি পাঠিয়ে দিন। ব্যস!!
কিন্তু সমস্যা হল এসএমএস-এ তাদের সাইটের নাম লেখা থাকে।
২) এই পদ্ধতিতে কোনো সাইটের নাম লেখা থাকে না। কিন্তু একটি নাম্বারের মাধ্যমে সাইট থেকে এসএমএস পাঠানো হয়। সেটা উল্লেখ থাকে। সাইটটি থেকে শুধু জিপি তে এসএমএস পাঠানো যায়।
তাহলে এই সাইটে যান।
তারপর যে মোবাইলে SMS টি পাঠাবেন সেই ফোনের নাম্বার দিন। SMS এর টেক্সট দিন। তারপর SMS টি পাঠিয়ে দিন । ব্যস!!!
প্রথমে এই লিঙ্কে যান।
সাদা রঙয়ের বাক্সের বাম পাশের মেনু থেকে দেশ সিলেক্ট করুন। তারপর সাদা বক্সে যে নাম্বারে কল করবেন তার নাম্বার দিন। তারপর কল করুন। মাইক্রোফোন অ্যাক্সেস নিতে চাইলে এনাবল করুন। এর মাধ্যমে আপনি দৈনিক মাত্র ১ মিনিট কথা বলার সুযোগ পাবেন।
এমন কোনো সাইট পাইনি যেখান থেকে আনলিমিটেড কথা বলা যায়। (একটা সাইট ছিল http://www.voixio.com কিন্তু সেটা এখন বন্ধ) 👿
এই লিঙ্কে যেয়ে রেজিঃ করুন। কিন্ত ২ টি জায়গায় একটু ব্যতিক্রম আছে। ছবি দেখে তা করুন।
রেজিঃ সম্পন্ন করলে এখন লগ ইন করুন । তাহলেই আপনার মেইল বানানো সম্পন্ন হবে।
১) লগইন করে E-mail অপশন-এ যান ।
২) Compose E-mail এ ক্লিক করুন।
তারপর যেভাবে মেল পাঠানো হয় সে নিয়মে পাঠালেই তার কাছে পৌঁছে যাবে মেইল। যেকোনো ব্যবসার কাজে লাগতে পারে।
আজ আর নয়। দেখা হবে অন্য কোনো টিউনে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেয
পূর্বে প্রকাশ করেছিলাম আমার ব্লগ ইমতিয়ার.ব্লগস্পট.কম এ
ফেসবুকে আমাকে ফলো করতে পারেন এখানে।
ধন্যবাদ...।
আমি ইমতিয়ার আখতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোবাইল দিয়ে কল করা যাবে?