আপনারা যারা ফিভারার এ কাজ করেন তাদের একটি বড় সমস্যা হচ্ছে সময় মত বায়ার এর মেসেজ গুল না আসা 😳 । মানে ফিভারার এর মেসেজ লাইভ না।
এই সমস্যার জন্য আমি গুগল টক ব্যবহার করতাম । কিছুদিন আগে গুগল টক বন্ধ করে দিয়েছে 👿 ।
তাই আমি এখন জিমেইল নোটিফিকেশান এর জন্য https://addons.mozilla.org/.../gmail-notifier-restartless/ এডঅন ব্যবহার করছি 🙂 ।
আর সাথে জিমেইল এর SMS নোটিফিকেশান চালু করেছি। শুধু Fiverr ও Odesk এর মেসেজ গুল আমার ফোন এ এসএমএস আকারে আসবে 😆 ।
আপনারা এসএমএস নোটিফিকেশান চালু করার জন্য গুগল এর সাহায্য নিতে পারেন । এছাড়া নিচের লিঙ্ক গুলতে গুতা মারতে পারেন
http://techawakening.org/free-sms-alerts-new-email-on-gmail-with-google-docs/1130/
https://www.youtube.com/watch?v=jES0lh5VJMA&noredirect=1
সবাইকে ধন্যবাদ টিউন টি পড়ার জন্য । বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। অথবা আমার গ্রুপ এ জয়েন করতে পারেন।
আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।