কি ভাবে পেন ড্রাইভের Write Protection রিমুভ করবেন ।

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন । আজ আমি আপনাদের দেখাতে চলেছি কি করে পেন ড্রাইভের রাইট প্রটেকশন দূর করা যায় ।

সবার প্রথমে পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে সংযুক্ত করুন।

এরপর Win Key + R চেপে রান কমান্ড নিয়ে আসুন। রান কমান্ডে regedit লিখে regedit.exe নিয়ে আসুন।

এখন regedit থেকে \Computer\HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies\

এর ভেতরে যান।  ডান পাশে দেখবেন (Default) এবং WriteProtect নামে দুইটা ফাইল আছে। যদি WriteProtect নামে কোন ফাইল না থাকে তবে ডান পাশে ফাকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে New >> DWORD (32-bit) value থেকে নতুন একটা ফাইল তৈরি করুন এবং নাম দিন WriteProtect

 

এখন ঐ WriteProtect ফাইল ডাবল ক্লিক করে Value Data তে মান 0 করে দিন ।

 

যাদের কম্পিউটারে WriteProtect ফাইল আগে থেকেই আছে তাদের WriteProtect ফাইল তৈরি করার দরকার নাই। তারা শুধু Value Data তে মান 0 করে দিলেই হবে।

দেখা হবে আরেক টিউনে আজকের মত বিদায় ।

 

এই Post টি আগে Trickdon.com এ প্রকাশীত ।

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজ হয় নাই কপাল খারাপ,,, ধন্যবাদ

Level 0

Eaita diye kaj hoyna ami besh koyekbar try koresi, Parle notun kisu way den……..

যারা রাইট প্রটেকশন কোনভাবেই রিমুভ করতে পারছেন না তারা নিচের টুল টা ডাউনলোড করে স্ক্যান করে দেকতে পারেন। তবে এর জন্য নেট কানেকশন থাকতে হবে কারন এটা অনলাইনে স্ক্যান করে।

http://www.transcend-info.com/Support/Software-3/