আপনার ভাইবোন অথবা আত্মীয় স্বজন ছোটো সোনামণিদের সহজে Alphabet শিখান। আজকে Alphabet Letter A

আসাকরি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে একটি অন্য রকমের টিউন নিয়ে হাজির হলাম। আমাদের সবার কমবেশ ছোট ভাই-বোন অথবা ছোট আত্মীয় স্বজন আছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের মোবাইলের প্রতি অনেক আগ্রহ। তারা মোবাইলে যা দেখে তা তাদের মনে তাকে অন্য সবকিছুর তুলনায়। এজন্য আমি তাদের জন্য একটি ভিডিও ক্রিয়েট করলাম। এরকম ভিডিও হয়ত এভেইলেবল হতে পারে, তবুও এটি সংগ্রহ করে রাখতে পারেন। এই ভিডিওটি Alphabet Letter A রিলেটেড ১৫ টি ওয়ার্ড দিয়ে সাজানো হয়েছে। এটি দেখে যাতে শিশুরা Alphabet Letter A রিলেটেড ওয়ার্ড সহজে আয়ত্ত করতে পারে। আপনারা ভিডিওটি দেখলে বুজবেন। ভিডিওটি HD ফরমেট এ তৈরি করা। আশাকরি আপনাদের ছোট ভাইবোনের Alphabet Letter A রিলেটেড ১৫ টি ওয়ার্ড সহজে শেখার জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি আমি তৈরি করেছি, ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা YouTube এ নিয়মিত ভিডিও দেখেন তারা Subscribe বাটনে ক্লিক করে আমার চ্যানেলের Subscriber হবেন।

Alphabet Letter A

সাথে থাকবেন ধারাবাহিক টিউন হবে। সময় থাকলে আমার এই ভিডিওটি দেখে আসুন  Abc Song for baby

ভিডিওটি কেমন লাগল জানাবেন, ধন্যবাদ সবাইকে।

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ। আমাদের সবার কমবেশ ছোট ভাই-বোন অথবা ছোট আত্মীয় স্বজন আছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের মোবাইলের প্রতি অনেক আগ্রহ। তারা মোবাইলে যা দেখে তা তাদের মনে তাকে অন্য সবকিছুর তুলনায়। আমাদের সবার কমবেশ ছোট ভাই-বোন অথবা ছোট আত্মীয় স্বজন আছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের মোবাইলের প্রতি অনেক আগ্রহ। তারা মোবাইলে যা দেখে তা তাদের মনে তাকে অন্য সবকিছুর তুলনায়।

Level 2

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks. সাথে থাকবেন। পারলে আমার চেনেলের Subscriber হবেন।

আমার কাছে এটা আরও ভাল লেগেছে….
https://www.youtube.com/watch?v=cE3LzPQgQmk

good…..

ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকেও।