ফ্রি তে বাড়িয়ে নিন Whatsapp এর মেয়াদ আরও একবছর। মেয়াদ শেষ হওয়ার আগেই লুফে নিন….

আশা করি সবাই সুস্থ সবল আছেন, না থাকলেও আশ্চর্য হবার কিছু নাই.... দেশের যে অবস্থা !!!

যাউগ্যা..... আমরা সবাই জানি whatsapp কত ভালো মানুষ... থুক্কু App.... এর গুণকীর্তন করার কোন দরকার বোধ করি নাই। তয়, whatsapp এর একটা সমস্যা আছে সেটা হল ১ বছর পরে এর ট্রায়াল ভার্সন বন্ধ হয়ে যায়। আপনি যদি আবার সেই নাম্বার দিয়ে App টি ব্যাবহার করতে যান তাইলে আপনাকে টাকা দিয়ে এর সার্ভিস কিনে নিতে হবে।

জাতিকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? নিশ্চয়ই আমি নই। আমি নিজেও বিপদে পরছিলাম.... যেমনে উদ্ধার পাইছি তেমনে যদি আপনিও করেন আশাকরি নগদে সুফল পাইবেন। তাইলে আর কথা না বাড়াই....

দেখে নিন কিভাবে খুব সহজেই আপনি এক বছরের জন্য আপনার Whatsapp Account এর মেয়াদ বাড়িয়ে নিতে পারেন।

আপনার সর্বসাকূল্যে যা করতে হবে তা হলো.... আপনার Whatsapp Account টি delete করে দিয়ে আবার নতুন account create করতে হবে। ( Account delete করা আর ফোন থেকে Whatsapp  delete বা Uninstall করা এক কথা নয়। Account delete করতে না পরলে নিচে দেয়া স্টেপ গুলো ফলো করুন)

Note: এই পদ্ধতি শুধুমাত্র তখনই কাজ করবে, যদি আপনার Whatsapp Account এর মেয়াদ এখনও থেকে থাকে। তাই আপনার Whatsapp Account এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কিছুদিন পূর্বেই মেয়াদ বাড়িয়ে নিন; নাহলে পরে পস্তাবেন।

আপনার Whatsapp Account টি delete করার পূর্বে একটু সতর্ক করে দিই। আপনি যখন আপনার Account টি delete করে দিবেন তখন-

  • সকল group থেকে আপনি অটো Remove হয়ে যাবেন। তাই আগে থেকেই সতর্ক হোন.... কোন কোন group এ আপনি ছিলেন তা নোট করে রাখুন, আর বন্ধুদের বলে রাখুন যেন আপনাকে আবার তারা invite করে।
  • আপনার সকল message history মুছে যাবে। তাই message গুলো backup করে রাখুন। backup করতেঃ Settings > Chat settings > Backup conversations. এতে করে আপনার message গুলো internal storage এ save থাকবে এবং প্রয়োজন বোধে পরবর্তীতে আপনি তা restore করতে পারবেন।

এখন, আপনি যদি প্রস্তুত থাকেন তো চলুন রিনিউ করে দিই আপনার Whatsapp Account এর মেয়াদ। নিচের স্টেপ গুলো follow করুন-

  • আপনার ফোনে Whatsapp app টি Open করুন, তারপর Settings > Account > Delete my account এ যান.
  • আপনার phone number দিন ( যে নাম্বারে রেজিস্ট্রেশন করা) এবং Continue এ টাচ/TAP করুন ।
  • Delete my account. অপশনে  টাচ/TAP করুন। ব্যাস, আপনার Whatsapp Account টি delete হয়ে গেছে।
  • এবার আপনার ফোন থেকে Whatsapp Uninstall করে দিয়ে ফোন Restart দিন।
  • নতুন করে Whatsapp install করুন এবং নতুন করে register করুন।

এবার উপভোগ করুন বাড়তি এক বছরের মেয়াদ।

** আপনার যদি message ব্যাকআপ করা থাকে তবে Whatsapp আপনাকে তা restore করতে বলবে। প্রয়োজন মনে করলে restore করতে পারেন... না করলে নাই।

কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টে বলুন।

এ পদ্ধতিতে আমি আমার একাউন্টের মেয়াদ বাড়িয়েছি, সুতরাং এ পদ্ধতি সন্দেহাতীতভাবে শতভাগ পরীক্ষিত এবং 100% কাজ করবে। এ ব্যাপারে কোন কথা চলবে না।


দেখে নিতে পারেনআমার’ অন্যান্য টিউনসঃ

চাকরিই করতে হবে নাকি !!! চলেন ব্যাবসা করি….. আচ্ছা না করলেন…..দেখেন কেমনে কি

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পেশায় এসে আপনিও নিজের ক্যারিয়ারকে উজ্জ্বল করতে পারেন

ক্যারিয়ার আড্ডাঃ IBA তে MBA… ভর্তি প্রিপারেশান। যারা যারা IBA তে MBA করতে চান তাদের জন্য… লুফে নেওয়ার মতো টিউন

সম্ভাবনাময় পেশা সিরামিক প্রকৌশল….. দেখুন, গড়ে তুলুন সুন্দর একটি ভবিষ্যৎ

স্বপ্নের ক্যারিয়ার >>> মেরিন ইঞ্জিনিয়ারিং এ…. কিভাবে হবেন? আসেন দেখি…

ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট এ ক্যারিয়ার গড়তে চান ? একনজর দেখে নিন…. হয়তো কাজে লাগবে কখনও

সফলতম জীবনের হাতছানি >>> ভেটেরিনারিয়ান (পশুচিকিৎসক) হিসেবে ক্যারিয়ার

কার কার অভিনয় করতে ভালো লাগে? আসেন দেখি অভিনয়ে কেমন ক্যারিয়ার

রেডিও জকি (RJ) হবেন নাকি? আসুন দেখি একনজর > কিভাবে রেডিও জকি হওয়া যায়

আইন পেশায় ক্যারিয়ার গড়তে চান ? কি হবেন? অ্যাডভোকেট না বিচারক নাকি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ?

সাংবাদিক হতে চান? আসেন দেখি সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন

চলুন দেখি ফ্যাশন ডিজাইনিংয়ে কেমন ক্যারিয়ার।

আসুন আমরা একনজরে দেখে নিই পাইলট হতে কি লাগে

আমার জীবন.. আমার লক্ষ্য (আসুন ভবিষ্যতের জন্য সুচিন্তিত সিদ্ধান্ত নিই)


Level 0

আমি Md_Nadim_Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল টিউনটা পরে 🙂 ভাই আপনারে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না , আপনি অনেক বড় বড়ই থাকেন 🙂

    @সোহাগ আব্দুল্লাহ্: ভাই ধন্যবাদ কাউকে কখনও ছোট করে না। যদি তাই হতো তবে মানুষ সেটা গালি হিসেবে ব্যবহার করতো।

    ভালো লেগেছে জেনে খুশি হলাম।

মেয়াদ শেষ এখন কিভাবে রিনিউ করবো তাই বলেন ?

Level 0

ভালো টিউন। চালিয়ে যান।

Apnar tunes awesome!

Level 0

Its Not Working,,,,

ভাই কিছুত হলই না আর সব শেষ।আমার আগের মেয়াদই দেখায় ,নতুন এক বছর এর কিছুই হই নাই। আমি সব কিছু ঠিক
মত করে, আবার নতুন account খুলতে আগের নাম্বার দেই । account থিকই খুলে কিন্তু আগের মেয়াদ। আশা করি সলিউশন দিবেন

    @মাসুম খান: তাইলে ভাই আমার কিছু বলার নাই। আমি নিজে করছি। এরচেয়ে বড় সত্য আর কিছু নাই। হার মানলাম আপনাদের কাছে।

Level 0

আমারও একি অবস্তা

মিয়া ফাজলামি করতে আসেন ,নাকি টিউন করতে ।খারাপ ব্যবহার করতে চাই না তাও করতে হয় ,আপনাদের মত টিউনারদের টিউন দেখে কিছুত হই না আরও সব হারাতে হয়।

    @মাসুম খান: নিজের মাথায় ঘিলু থাকলে পরের কথায় নাচতে হয় না। ভালো ব্যবহার করতে জানতে হয় মানুষের সাথে।

thx …At last working…..pls bro add it:

titaniam backup die delete er por new android id create kore then app ta unstall kore install koren….Tasara oneker hobe na..bcz, onek android er kernal e restart nilew data system e theke jai.. ami ai added system die now kaj holo…1st hossilo na …. (android id create er jonno rooted hote hobe) thx 🙂

1$ এর জন্যে এত রিস্ক নেবো না । ডাটাবেজের কিছু হলে আমি শেষ ।

কি করবো? আমাদের তো কার্ড নাই । তাই আমাদের জন্য ১ ডলার ই অনেক ।