আশা করি সবাই সুস্থ সবল আছেন, না থাকলেও আশ্চর্য হবার কিছু নাই.... দেশের যে অবস্থা !!!
যাউগ্যা..... আমরা সবাই জানি whatsapp কত ভালো মানুষ... থুক্কু App.... এর গুণকীর্তন করার কোন দরকার বোধ করি নাই। তয়, whatsapp এর একটা সমস্যা আছে সেটা হল ১ বছর পরে এর ট্রায়াল ভার্সন বন্ধ হয়ে যায়। আপনি যদি আবার সেই নাম্বার দিয়ে App টি ব্যাবহার করতে যান তাইলে আপনাকে টাকা দিয়ে এর সার্ভিস কিনে নিতে হবে।
জাতিকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? নিশ্চয়ই আমি নই। আমি নিজেও বিপদে পরছিলাম.... যেমনে উদ্ধার পাইছি তেমনে যদি আপনিও করেন আশাকরি নগদে সুফল পাইবেন। তাইলে আর কথা না বাড়াই....
দেখে নিন কিভাবে খুব সহজেই আপনি এক বছরের জন্য আপনার Whatsapp Account এর মেয়াদ বাড়িয়ে নিতে পারেন।
Note: এই পদ্ধতি শুধুমাত্র তখনই কাজ করবে, যদি আপনার Whatsapp Account এর মেয়াদ এখনও থেকে থাকে। তাই আপনার Whatsapp Account এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কিছুদিন পূর্বেই মেয়াদ বাড়িয়ে নিন; নাহলে পরে পস্তাবেন।
আপনার Whatsapp Account টি delete করার পূর্বে একটু সতর্ক করে দিই। আপনি যখন আপনার Account টি delete করে দিবেন তখন-
এখন, আপনি যদি প্রস্তুত থাকেন তো চলুন রিনিউ করে দিই আপনার Whatsapp Account এর মেয়াদ। নিচের স্টেপ গুলো follow করুন-
এবার উপভোগ করুন বাড়তি এক বছরের মেয়াদ।
** আপনার যদি message ব্যাকআপ করা থাকে তবে Whatsapp আপনাকে তা restore করতে বলবে। প্রয়োজন মনে করলে restore করতে পারেন... না করলে নাই।
কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টে বলুন।
এ পদ্ধতিতে আমি আমার একাউন্টের মেয়াদ বাড়িয়েছি, সুতরাং এ পদ্ধতি সন্দেহাতীতভাবে শতভাগ পরীক্ষিত এবং 100% কাজ করবে। এ ব্যাপারে কোন কথা চলবে না।
আমি Md_Nadim_Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
100% thank