Skype Problem |
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আজকে আমি আপনাদের যে সমস্যাটির কথা বলতে যাচ্ছি তা হল Skype Sign In Problem ।
আসুন নিয়ে নেই এর সমাধান। আজকে আপনাদের জন্য লেখার পাশাপাশি এই সমস্যাটির সমাধান নিয়ে একটি ভিডিও তৈরী করেছি। জীবনের প্রথম ভিডিও তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
যাইহোক মুল প্রসঙ্গে চলে আসি। আজকে যে সমস্যাটি নিয়ে কথা বলব তাহল Unable to sign in Due to a disk I/O error. এই সমস্যাটি অনেক সময় স্কাইপিতে সাইন ইন করতে গেলে আসে।
তাই আজ কে এই সমস্যার সমাধানটি আপনাদের সাথে শেয়ার করব।
নিচের চিত্রটি দেখুন ঃ-
Disk I/O Problem |
এই ধরনের সমস্যা দেখা দিলে প্রথমে স্কাইপিটি Quit করে নিবেন। তারপর স্কাইপিটি যেখানে সেটাপ দিয়েছেন (Local Disk c) সেখানে যান। তারপর যদি আপনার ফাইল গুলো হিডেন করা থাকে তবে তা শো করে নিন।
তারপর Users >> আপনার কম্পিউটার এর উইজার নেম এ যান >> Appdata >> Local >> Skype >> তারপর আপনার ব্যবহৃত ইউজার নেমটি দেখতে পাবেন সেটি সিলেক্ট করে ডিলেট করে দিন। এরপর স্কাইপি ওপেন করুন এবং আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন । দেখবেন এখন সাইন ইন করতে পারছেন।
পুরো সমস্যাটির সমাধান নিয়ে নিন ভিডিও দেখে। ভিডিও দেখুন এখান থেকে https://www.youtube.com/watch?v=JvNXY9PNisY&list=UUupLOw2S51wcMvJVEtgm0dA
লেখাটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত
আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
শুধু মানুষ হতে চাই।
Video koi mama?