Windows এর Font (প্রায়) Mac এর মতো করুন -সবখানে

Windows এর Default Font rendering তেমন একটা ভালো না, Apple থেকে সরাসরি নকল করা জিনিস আর কতই বা ভালো হবে । কিন্তু আমরা এখন কিছু Tweak বা ছলচাতুরী করে অনেকটা Mac এর মতো করে ফেলতে পারি । আর সেটা খুব সহজ পদ্ধতি ।

1.প্রথমে Download করুন "MacType" নামের এর Package টি ।
https://code.google.com/p/mactype/
অথবা সরাসরি -
http://www.mactype.tk/MacTypeInstaller_2013_1231_0.exe

2. তারপর Install দিয়ে Run করান
3. Run as a service দিন
4. তারপর ios-টি Select করে Finish করুন ।
5. System Restart দিন ।
--------------
আবার দেখুন আপনার Windows এর সব জায়গার ফন্ট কত smooth হয়ে গেছে । এ যেন mac এর Xerox Copy.
ScreenShot না দিলে তো আবার খাবেন না, এই ধরুন -

--------------------
ওহ ! আমার Chrome Browser এর বাংলা Font - "SiyamRupali" (Sans-Serif)

Level 0

আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

nice & thnx..

Level 0

khub e valo laglo.

Level 0

এটাই দরকার ছিল,,,,,ধন্যবাদ।

use kore dekhi. And thnx