Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা

চুরির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের File বা Folder কে আমরা Properties থেকে Hide করে রাখি। Advanced দের কাছে এ Option প্রয়োগ করা যায় না। তারা ঠিক ই চুরি করতে পারে। স্বাভাবিক ভাবে Hide করা ফাইল দেখা যায় না। Tools Menu থেকে  Folder Option এ গিয়ে Show the Hidden File and Folder এ ক্লিক করলে Hide করা File দেখা যায়। কিন্তু যদি Folder Explorer থেকে Folder Option সরিয়ে ফেলা যায় তাহলে তো আর কেউ Folder Option এ যেতে ও পারবে না আর  Show the Hidden File and Folder এ ক্লিক করে Hide করা File দেখতে পারবে না।স্বাভাবিক ভাবে এটি নিচের মত থাকেঃ]

এবার কিভাবে এটি করবেন আমি তাই বলছি।

প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে ok করুন। নিচের মত একটি window আসবে।

তার পর user configuration  এ ক্লিক করুন।

এখান থেকে Administrative Template open করুন।

তার পর windows Component open করুন.

এখান থেকে Windows Explorer open করুন।

তার পর Removes the Folder option menu from the Tools menu কে open করুন।

Enable করুন।

এবার দেখুন আপনার Folder Option গায়েব।

একই পন্থা অবলম্বন করে গিয়ে Disable বা Not Configured এ ক্লিক করে ok করুন। পুনরায়   দেখুন আপনার Folder Option।

এখানে আরো মঝার জিনিস রয়ে ছে। নিজে নিজে চেষ্টা করে বের করুন ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল বুদ্ধি।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    ধন্যবাদ। কিন্তু আপনার ব্লগের এড দিচ্ছেন কেন? এটা কি ঠিক?

দরকারি টিউন। অনেক ধন্যবাদ।

but folder option open by control panel.
there is anything else for protect control panel.

অসাধারন টিউন এবং খুবই ভাল একটি টিপস অসংখ্য ধন্যবাদ জাকির ভাই আপনাকে।

    আপনাকে ও ধন্যবাদ আতাউর রহমান ভাই।

ভাল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

সমস্যায় পড়লে অনেক কিছু প্রয়োজন হয়।
আমার কম্পিউটার -এ ফোল্ডার অপশন গায়ের হয়ে গেছে…. আমি তো মহা টেনশনে পড়ে গেলাম। মনে করতে লাগলাম কি করা যায়।
আমি আপনার টিউনটি দেখেছিলাম কিন্ত আমার সংগ্রহে নেই। হঠাৎ মনে হলো সার্চ করে দেখি, আর পেয়ে গেলাম সাথে সাথে।
কাজও হয়ে গেলো।
আর আপনাকে তো ধন্যবাদ দিতেই হয়…………….