Xampp Server install দেয়ার পরে অনেক সময় Xampp Control Panel এ Apache Start হয় না। Skype install করা থাকলে Port 80 is busy or used by another system দেখায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই Technique টি apply করলে আর সমস্যা হবে না।
Go to this location:
C:\xampp\apache\conf
এখানে দেখা যাবে httpd.conf নামের একটি file আছে। File টি Notepad এ Open করুন আর
#Listen 12.34.56.78:80
Listen 80
এই দুটি line খুঁজে বের করুন। তারপর line দুটোতে 80 এর জায়গায় লিখুন 96
এরপর save করে বের হয়ে আসুন।
তারপর Xampp Control Panel এ গিয়ে Apache start করুন। Windows Firewall Access চাইবে। Ok click করুন।
দেখুন Apache successfully start হয়েছে।
আমি Salman Srabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx