আসলেই, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক(!)। আসুন, গল্পে গল্পে বলে ফেলি কি উডবাবন করে ফেলেছি। 😀
ল্যাপটপ এর কিছু ফিচার আমার খুব ভাল লাগে। তার মধ্যে একটা হল ল্যাপটপ এর Built-In Mouth Speaker. যার ফলে বাড়তি হেডফোন ছাড়াই আপনি স্ক্যাইপে কথা বলতে পারেন। কিন্তু, ডেস্কটপে বাড়তি হেডফোন ছাড়া এটা সম্ভব না। তার উপর, হেডফোন টা বড় আর ফোমের হওয়াতে কিছুক্ষণ কথা বললেই কান গরম হয়ে যায়। এটা বিরক্তিকর। কিছুদিন ধরে ভাবছিলাম কিভাবে হেডফোনটাকে মোবাইল এর হেডফোন এর মত ছোট করা যায় বা এর বিকল্প কি? কিছু ছোট হেডফোন আছে। কিন্তু, এটা আবার কিনতে যায় কে? এটার দাম ও বেশি।
মোবাইলের হেডফোন দিয়ে শুধুমাত্র শুনার কাজটা চলে, বলার কাজ না।
আমি প্রায়শঃ ই রাতে মুভি দেখলে মোবাইলের হেডফোন দিয়ে আস্তে আস্তে সাবটাইটেল সহ দেখি। তো সেদিন করলাম কি? Microsoft এর Speech Recognition ফিচার টা টেস্ট করতে বড় হেডফোন টা নিতে যাব, তখন মাথায় এল মোবাইলের হেডফোন টাকে অন্য ভাবে ব্যবহার করে দেখি তো!
কম্পিউটার এ দুটো Audio জ্যাক থাকে। MIC IN, MIC OUT । দেখুন, গোলাপি (MIC IN) ও সবুজ (MIC OUT) রঙের দুটো জ্যাক। মোবাইল হেডফোন এর কর্ড আমরা সবসময় MIC OUT বা সবুজ জ্যাক এ প্রবেশ করাই। করলাম কি? মোবাইল হেডফোন এর কর্ড টাকে এবার গোলাপি জ্যাক এ (MIC IN ) এ কানেক্ট করলাম। তারপর দেখলাম, Speech Recognition আপ্পস এর সাউন্ড বার টা হঠাৎ কেঁপে উঠলো। তারমানে এটা সাউন্ড ইনপুট নিচ্ছে। মোবাইলের হেডফোনে একটা মাউথ স্পীকার তো থাকেই। তারপর Sound Record দিয়ে রেকর্ড করলাম। পরিষ্কার রেকর্ড হল।
ব্যাস, কাজ শেষ।
আপনি যেটা করতে পারেন, সেটা হল মাউথ স্পীকার ভাল আছে এমন একটা নষ্ট হেডফোন যোগাড় করে ইয়ার পিস দুটো কেটে বাদ দিয়ে শুধু কর্ড থেকে মাউথ স্পীকার পর্যন্ত রেখে কম্পিউটার এর MIC IN এ ইনপুট করে সেটাকে কম্পিউটার টেবিল এ সুবিধামত একটা জায়গায় টেপ দিয়ে লাগিয়ে দিন পার্মানেন্টলি, যাতে যখন তখন ব্যবহার করতে পারেন। আর সাউন্ড শুনার জন্য লাওড স্পীকার ব্যবহার করতে পারেন। আর, অন্যকে বিরক্ত করতে না চাইলে অন্য একটা ভাল মোবাইল হেডফোন MIC OUT এ ইনপুট করিয়ে চুপি চুপি সাউন্ড শুনতে পারেন।
একটা দুঃখ ছিল পিসিতে টকিং টম থাকা সত্তেও তারে যখন তখন বিরক্ত করতে পারতাম না। তবে, এখন পারি।
দুঃখঃ Speech Recognition টা কাজ করে নাই। আমি বলি এক, সে লেখে আরেক!
বিঃ দ্রঃ – হেডফোন নষ্ট হলেও Mouth Speaker অবশ্যই ভাল হতে হবে।
ট্রিক্স টা প্রয়োজনে কাজে লাগাতে পারেন।
ধন্যবাদ।
আমি MD. Nasir Uddin.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good