আপডেট: Indyarocks দিয়ে আর একাউন্ট করা যাচ্ছে না। চাইলে নিচের টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন।
----------------------------------------------
খুব সহযেই আপনি করে ফেলতে পারেন আপনার Google Adsense account। যদিও আজকাল Adsense account করা, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য বেশ কঠিন। এর জন্য আপনার blog/website এর প্রয়োজন নাই।
কিভাবে করবেন?? শুধু নিচের steps follow করেন।
Step 1: এই লিঙ্কটিতে যান এবং “Join now for free” লিঙ্কটিতে click করেন।
Step 2: ফরমটি পূরণ করুন এবং “Join the celebrations” লিঙ্কটিতে click করেন।
Step 3: এরপর “I will do it later” এ click করেন।
Step 4: Homepage টি পাবেন।
Step 5: এখন “Upload your photo” এ click করেন। নিজের original photo upload করেন profile এর জন্য। এরপর “Upload Photos” এ গিয়ে upload করুন নিজের ১০+ original photos।
Step 6: Then Account > Edit profile এ যান এবং ৫০%+ profile complete করুন।
Step 7: এরপর Media > Blogs এ যান এবং Write Blogs এ click করেন।
Step 8: এখন যেকোন বিষয়ের উপর minimum ২ টা article post করেন (without online money earn)। Article unique এবং ২৫০+ words হতে হবে।
Step 9: এখন Homepage এ গিয়ে “Google Adsense” quick link টিতে click করুন।
Step 10: Instruction follow করুন এবং Google Adsense এর জন্য apply এর করুন।
Step 11: Indyarocks আপনাকে mail করবে, এরপর Indyarocks আপনার profile check করবে। Then Google Adsense আপনাকে mail করবে। ফরমটি পূরণ করে submit করুন।
Step 12: ১-৭ দিনের মধ্যে Google Adsense account পায়ে যাবেন।
Google Adsense এর Tips and Tricks জানতে আমার blog টি দেখতে পারে।
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।
আবশ্যই লাগাতে পারবেন।তবে খেয়াল রাখবেন আপনার সাইট এর উপাদান যাতে coply pest না হয়।হলে সাইট অখবা এডসেন্স একাউন্ট বাতিল হয়ে যেতে পারে।
http://jooshdownload.blogspot.com
@রাফসান,আপনি এডসেন্স আপনার যেকোনো সাইটে ব্যবহার করতে পারেন। আপনি আমার ব্লগটি দেখতে পারেন। আশা করি একটু হলেও হেল্প পাবেন।
http://www.techncom.net/search/label/Adsense
রাজিব ভাই! আপনি কি বোঝাতে চাচ্ছেন যে indyarocks.com আমাকে আমার এডসেন্স একাউন্টের পুরোটাই দিবে? মানে তারা কিছু মাত্র অংশও কাটবে না? যদি এমন্টিই হয়ে থাকে তাহলে এখানে indyarocks.com এর সার্থ কি? প্লিজ ভাই একটু ডিটেইলসে বলবেন। আর আপনি কি তাদের মাধ্যমে পাওয়া এডসেন্স একাউন্ট থেকে আয়কৃ্ত টাকার পুরো অংশ হাতে পেয়েছেন? আশা করি জানাবেন। আপনার শুভ কামনায় ডিজে আরিফ রক্স
@DJ ARIF ROCKS, ১০০% দিবে। এটা অ্যাপ্লাই এর সময় indyarocks এ দেখতে পারবেন। আপনি আরও sure হতে পারবেন যখন এডসেন্স এর response mail পাবেন। response mail পাবার পর আপনাকে এডসেন্স application form পূরন করতে হবে। সেখানে clearly এই কথাটি লেখা আছে।
এভাবে এডসেন্স একাউন্ট করেন কিনবা না করেন, দয়া করে একটু নিজে try করে দেখেন।
@আল-আমিন, জানাতে পারলেন তো।
নিচের লিঙ্কটি check করেন। screenshot পাবেন।
http://www.techncom.net/2010/09/get-adsense-account-within-24-hrs-ads.html
এই গুলো সব ভুয়া। সব ফালতু post.আমি নিজে এখানে ট্রাই করেছি পারিনি,6 টা video upload করলাম, ৮ টি Article লিখলাম। কোন প্রকার কপি/paste করিনি। সব নিজের থেকে লিখলাম আর ৫০ টির মতো photo upload করলাম তারপরও Adsense approve করল না। আমার Indyarocks প্রফাইল টি হল http://www.indyarocks.com/profile/profile_vview_main.php?uid=5155065 আমার মনে হয় Indyarocks পুরোপুরি fake ! সূতরাং অন্য ভাবে ট্রাই করুন এটা ছাড়া……।
“Step 8: এখন যেকোন বিষয়ের উপর minimum ২ টা article post করেন (without online money earn)। Article unique এবং ২৫০+ words হতে হবে।”
আপনার ব্লগ পোস্ট এবং তার শব্দ সংখ্যা —-
১. what social site should I Get — ২৪৯
২. Create Your Own Blog On Blogger — ২১০
৩. How To Make A Good Relation With Any People — ২১৩
৪. why I am Alone ? — ২১৩
৫. Who Lost Me ? — ১০৬ (মেয়ের ছবি ব্যবহার করে কি, গুগলকে বোকা বানাইবেন??)
চোখ ও মাথার ডাক্তার দেখান, আর মুখের ভাষা নিয়ন্ত্রন করেন।
ধন্যবাদ রাজিব ভাই আপনার মূল্যবান তথ্যের জন্যে। এটা সবার কাজে লাগবে। বিশেষ করে যাদের Adsense Account নাই। আপনি জেনে খুশি হবেন, আমি ইতিমধ্যে আমার Adsense Account Approved করেছি hubpages থেকে। একবার দেখলে খুশি হব http://hubpages.com/profile/gsmsolutionforum তাও আবার 48hrs এ। এবং আমার website http://gsmsolutionforum.blogspot.com এখন Adsense Enable. আমার সাইট টা দেখে কিছু টিপস দিলে অবশ্যই অনেক ভাল লাগবে এবং আমার উপকার হবে। ধন্যবাদ
জেনে খুশি হলাম এবং অ্যাডসেন্স এর ভূবনে আপনাকে স্বাগতম।
আমি আপনার হাবপেজের অ্যাকাউন্ট দেখলাম। কিন্তু আমি বুজলাম না, আপনি মাত্র দুইটি পোস্ট করে, কিভাবে অ্যাকাউন্ট পেলেন। যেখানে ১০ টি পোস্ট করলেও বলে Under Construction.. i am confused..
http://gsmsolutionforum.blogspot.com এ title tag improve করতে হবে। আপনার ব্লগ এর Meta description এর length 49 characters, যা আর একটু বড় হলে ভাল হবে। Meta keywords, content ভাল। backlinks মাত্র ১৭ যা অনেক বাড়াতে হবে অ্যাডসেন্স এ ভাল আয় এর জন্য।
ধন্যবাদ।
Mithun, জেনে খুশি হলাম। Everything about Google AdSense চেক করবেন। আশা করি লিঙ্কটি কাজে লাগবে।
আমি কি একই সাথে দুইটা এডসেন্স একাউন্ট ব্যবহার করতে পারবো?
আমি যদি http://www.indyarocks.com/ থেকে এডসেন্স একাউন্ট নেই সে ক্ষেত্রে পরবর্তিতে আমি কি সরাসরি গুগল থেকে এডসেন্স একাউন্ট পেতে পারি?
একই payee name এ দুইটা এডসেন্স একাউন্ট তৈরি করা এবং ব্যবহার করা অসম্ভব।
যদি http://www.indyarocks.com/ থেকে এডসেন্স একাউন্ট করেন, সে ক্ষেত্রে আপনি পরবর্তিতে সরাসরি গুগল থেকে এডসেন্স একাউন্ট করতে পারবেন।
আমি একজন নতুন এ সাইটে। অনেকদিন যাবত গুগল এ্যাডসেন্সের জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু পাচ্ছি না। আপনার লেখাটা পড়ে নিজেকে আবার উদ্যোগী করার প্রেরণা পেয়েছি। আবার চেষ্টা চালিয়ে যাব আপনার প্রদত্ত নিয়ম অনুসারে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মগম১৬।
একটি প্রশ্ন : যদি কোন এ্যাডসেন্স একাউন্ট ডিসএ্যাপ্রোভ থাকে, বা ডিজএ্যানেবল থাকে, তা এ্যাক্টিভ করার কোন ওয়ে আছে? কারো জানা থাকলে জানাবেন কি?
এটি ১০০% কাজ করে। চেষ্টা করে দেখতে পারেন।
ডিসএ্যাপ্রোভ মানে আবেদন গৃহিত হয়নি এবং ডিজএ্যানেবল মানে আবেদন করেন নি বা আবেদন রিভিয়তে আছে।
লিঙ্কটি দেখতে পারেন Google AdSense Account Tips
আশা করি আপনার কাজে লাগবে।
লিঙ্কটি দেখতে পারেন http://www.techncom.net/search/label/Google%20AdSense%20Account
আশা করি আপনার কাজে লাগবে।
আমার করা আরেকট ব্লগ আছে তাহলো: http://sportsrsports.blogspot.com/ এটি দয়া করে দেখবেন এবং আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ আশা করছি। এর জন্য Google adsense পাব কিনা? mgm16
ভাই যেভাবে পাবলিক নিজের সাইটের প্রচারনা শুরু করছে তাতে এডসেন্স টিকাতে খবর হয়ে যাবে।
দোয়া করি সবাই এডসেন্স পান রাজিব ভাইয়ের দেখানো ওয়েতে…
ধন্যবাদ রাজীব আপনাকে শেয়ার করার জন্য যা নতুনদের অনেক কাজে লাগবে।
কিন্তু গুগল এডসেন্স টার্মস এন্ড পলিসি গুলো লক্ষ্য না রাখলে এডসেন্স ব্যান হবেই।
এই টিউনটি দেখতে পারেন আশা করি কাজে লাগবে
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/72347
( গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ দৃষ্টি দিন )
বাংলা সাইট গুলোতে আপনার সাইটের লিংকসহ কমেন্ট করা থেকে বিরত থাকুন। এর কারনেও অনেকের এডসেন্স ব্যান হতে পারে। বলতে পারেন এটা আবার কিভাবে ? আমরা অনেকেই ভিসিটর পাওয়ার জন্য বাংলা সাইট গুলোতে কমেন্ট করে আমাদের সাইটের লিংক দেই। যা আদৌ দেয়া ঠিক নয়। এতে করে আপনার কম্পিটেটর কেউ নয়তো বা আপনার ভালো চায় না এমন লোকরা আপনার এড এ অতিমাত্রায় Invalid Clicks এর মাধ্যমে আপনার এডসেন্স কে ব্যান করায় দিতে পারে। So be careful… (টিউন টা'র কিছু অংশ বিশেষ)
ভাই আমি একাউন্টিং অনার্স্ (ফাইনাল ইয়ার ) করতেছি আর আপনি যেটা বললেন সেটা আমি ভালো করেই জানি যে "প্রচার এই প্রসার" । কিন্তু ভাই বাঙালিরা খুব খারাপ পরের ভালো দেখতে পারে না। আর কিছু বলতে চাইনা…
আপনার মত আপনার কাছে আর আমার টা আমার কাছে ।
তবে আমি এই টেকটিউনস এর অনেক নাম করা টিউনারদের ব্যাপারে জেনেই (যারা এর ভুক্ত ভুগি ) আভিমত টি দিয়েছি। তাই বাংলা ব্লগে সাইট মার্কেটিং যুক্তিযুক্ত নয়
ভাই আপনি দুইটি পোষ্টে দুই ধরনের কথা বললেন। একটিতে সমথন করলেন, আর একটিতে দ্বিমত পোষন করলেন। কারন কি বুঝলাম না। আমি কেন আপনার কথাটি সমথন করি নাই তা কিন্তু আপনার পোষ্টিতেই বলছি। আর আপনি রেফারেন্স দিলেন টিটির নাম করা টিউনারদের। আমি যা বলছি তা পৃথিবীর নাম করা ব্লগারদের কথা।
"প্রচার এই প্রসার" এটা বাচ্চা পোলাপাইন ও জানে। এর জন্য কোন ডিগ্রির প্রয়োজন নাই। আর এই কথাটি আপনাকে শেখানোর জন্য বলি নাই। কারণ আমি জানি কাওকে জ্ঞান দেবার মত যথেষ্ট জ্ঞান আমি রাখি না। আমি খুব সাধারণ মানুষ। তারপরও যদি আমার কথাকে অপমানজনক মনে করে থাকেন, তার জন্য আমি দুঃখিত।
o amar vai!! 1st a sorry boltc!! english lekhar jnno!! amr avro te pblm! sory vai!!
.
vai amar shb ok ase!! amar per day 15+ USD ashe!! protidin gor a 3000 visit! ajk ekhon o baje vor 4 ta!! adsense er systm californiar time!! so nw sekhan 2:57 PM Sunday, June 05, 2011 …….. mane 6 june start hbe kal 1PM a!! er e moddhe amr page view
Page impressions Clicks Page CTR Page eCPM [?] Estimated earnings
2,776………….. …..16……………0.58% ………………$2.19………………..$6.09
ekhon amar main proshno holo!! ekhane kon bepar ta amk kheyal rakhte hbe amr adsense disable na howar jnno!! and thik thak vabe paymnt pawar jonno??? amar ek boro vai bolsen!! CTR ta kheayal rakhte hbe!!! CTR 1.00% er beshi howa jabe na!!! plzzz amk eta bolen!! amar CTR koto rakha ta safety? r amk r ki dekha lagbe ekhane??? plzz janaben!!!!
gmail : [email protected]
fb : http://www.facebook.com/seban.alam
ভাই আমি আপনার কথা মত কাজ করে adsense account পাইছি । Thank you very much । এবং আরনিং ও start করছি । But আমার কিছু question আছে ।
১। আমি আগে direct পাওয়া adsense account use করছি । সেখানে $10 হবার পর enter pin option চলে আসছিল এবং বাসাই পিন send করেছিল
but এই account এ সেরকম কোন option নাই।
২ । এই account এ payment detail এডিট করার অপশন নাই। এডিট করতে গেলে বলে $10 হবার পর এডিট করা যাবে। কিন্তু আমার অ্যাকাউন্ট এ আছে $102 । তবু কোন অপশন আসে নাই।
৩। যদি indyarocks.com কে যদি আমার অ্যাকাউন্ট এ তাদের access কে close করে দেই তবে কি কোন সমস্যা হবে।
৪। যদি payment detail ঠিক করতে না পারি তবে google কি ভাবে আমার কাছে ডলার পাঠাবে । Standard Delivery নাকি
Check – Secured Express Delivery ($28.00 Processing Fee) ।
ভাই আমার question গুলার answer দিলে খুব খুশি হব । সব শেষে আবারও ধন্যবাদ এত সুন্দর post এর জন্য ।
???? ???? ???? ??????? ????? ??? ,???? ? ??? ?? Google Absense 🙂
??? ???? ?? september ? ???? ????????? absense ?? ??????? ??? ??? ?? ??,???? ???? ?????,
???? ???? ? ???? ???? ????????? ?????? ??????? (free download) ??? ?? ???? ???? ???? ????????? ????? ????
???????? ???? ??? ??? ?? ???? ????? ???, 😛
????? ??? ??? US,Brazil,UK,India,etc…. ??? ?????
??? ???? ?????? ??? ?? ??? ?????,??? ??? ??????? ????,Absense ? ???? ?????? ?? ?????,????? ?????? ??? ?? ????? ????? ???? ?? ???
🙂
http://www.ea729.blogspot.com
রাজিব ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।আমার ও এখন ১টা Google Absense হয়েছে। 🙂
সেই ২০১০ এর september ব্লগটা করে ছিলাম absense দেখে,কত চেস্টাই করলাম,করতেই পারছিলাম না।
অবশেষ এ হল। অনেক ভাল লাগছে। 🙂
ব্লগ এ প্রথম অনেক কিছুই দিয়ে ছিলাম,পিরেসি(free download) সমস্যা হবে বলে সব মুছে দিয়েছি,এখন শুধু মাত্র ওয়াল-পেপার।
বাংলাদেশ থেকে মনে হয় আমি একাই যাই। 😛
বেশির ভাগ আসে USA,UK,Brazil,India…etc দেশ থেকে। 😛
কিন্তু আমার ব্লগ এ অ্যাড দেয়ার পরেও তা এখনও দেখাছে না,তাই একটু চিন্তায় আছি, blank হয়ে আছে। 🙁
:O বলেন কি?
হ্যা আমি আমার একাউন্টে লগ-ইন করতে পারছি।আমার মেইন ব্লগ এ অবশ্য অ্যাড দিতে চাই নাই,কারন অনেক বার আবেদন করেছিতো তাই,আমার ব্লগ ওয়াল-পেপার নিয়েতো তাই ডাউনলোড এ ক্লিক দিলে আরেকটা ব্লগ এ যায়-এইটা একদম নতুন,ভাবছিলাম ঐ টায় অ্যাড দিব,তারপর ও চেস্টা করে দেখলাম কিন্তু অ্যাড শো করছে না।
Absense একাউন্টে লগ-ইন করলে লাল হয়ে লেখা আসে উপরে।
“Your application is still being reviewed. You will see only the background of your webpage instead of live ads until your account has been fully approved.”
কি করব তাহলে!
@Anik729: সত্যি কথা বলতে কি, নতুন নিয়ম সম্পর্কে আমার খুব একটা ধারনা নাই। আপনি [email protected] এ মেইল করে আপনার সমস্যা বলুন। আশা করি সমাধান পেয়ে যাবেন।
thanks rajib vai amak ektu help koren ami kisu post ready korechi vabchi eki post hubpage r blogger e upload kore eki ba different webaddress diye site create korbo tarpor apply korbo jodi hubpage theke na hoy tobe blogger theke same post same webaddress diye apply korbo ekhon eki post (same blog) diye 2ta site (hubpage,blogger) e eki ba vinno webaddress deye site create kora jabe kina? mane hubpage e je post diye website banabo sei eki post eki website name diye blogger e site create kora jabe kina? na different webaddress dite hobe abar content o ki site wise vinno hote hobe na dui site e eki content kintu different webaddress diye site create kora jabe pls vai ektu janan: parley mail koren: [email protected]
@adorstar27: Sorry for late reply. Link ta payachen kina janaben. Na pala help korta try korbo.
ami apponar post abong comments porlam, akhon ami account korte chi,,,,,kinto ami jante parlam je akhon ar indyarocks.com theake adsence approve kora jay na…..tai ami jante chi akhon account kora jey kena……janale valo laegbe…….amake akto taratare janaben karaon ami account korte chi……….aponar jonno subokamona roilo….
@tanvir3g: Check http://www.techncom.net/category/adsense/adsense-account/.. Asa kori help paben.
@GBoy1987: Problem hola amar blog ar ai link ta http://www.techncom.net/category/adsense/adsense-account/ check korben..
@sham.ahmed: আমি পোষ্টটি করেছিলাম অনেকদিন আগে। কিছুদিন আগে আমার ব্লগের এক ভিজিটরের মাধ্যমে জানতে পারলাম Indyarocks এই ফিচারটি কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছে।
আপনি docstoc এর সাহায্যে আরো সহজে AdSense Account পেতে পারেন। লিঙ্কটি ফলো করুন – http://www.techncom.net/2010/11/make-google-adsense-account-with-docstoc/
আসসালামুয়ালাইকুম !
ভাইয়া ।আমি আপনাদের অনেক ছোট ভাই। আমি একটি ব্লগসাইট তৈরী করেছি । প্লিজ বলেন আমার সাইটকে কি এডসেন্স এ নিবে ? আমার সাইট এর Url – http://www.earnonline55.blogspot.com/
আপনার সাহায্যের জন্য অপেক্ষা রইলাম।
আসসালামুয়ালাইকুম !
ভাইয়া ।আমি আপনাদের অনেক ছোট ভাই। আমি একটি ব্লগসাইট তৈরী করেছি । প্লিজ বলেন আমার সাইটকে কি এডসেন্স এ নিবে ? আমার সাইট এর Url – http://www.earnonline55.blogspot.com/
আপনার সাহায্যের জন্য অপেক্ষা রইলাম।
Jader adsense account dorkar tara amar satha contact koran. Ami domain and 2GB hosting with unlimited facility( for 1 year) diya adsense account kora dibo 10 diner vitor nijer name a adsense account paban @ 2500/- TAKA
Amar nijer website
http://www.bdtechtunes.iom
Lagla contact koran 01914519833
vaia! ami ekta account khulesi . kintu apnar kotha onujayi milsena . http://www.indyarocks.com/ etar page er sob kisu poriborton hoye gese .
aktu dekhe notun system ta janaben pls .
tahole amader 2013 projommer onek upokar hobe.
রাজিব ভাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে… এইতা আমার সাইট http://soulformusic.blogspot.com/ আমি কি এই সাইটে অ্যাড সেন্স ব্যাবহার করতে পারব…??
অ্যাড সেন্স থেকে এই অবস্তায় মাসে কত ডলার ইনকাম করতে পারবো…?? আমাকে জানালে খুব উপকৃত হতাম । তাসারা আমার সাইটে আর কিকি করতে হবে দয়াকরে বলুন ।
@X Man Rakib: হ্যাঁ, সম্ভব। Contact, Privacy পেজ তৈরি করুন। এরপর এপ্লাই করুন।
কত আয় করবেন, তা নির্ভর করে আপনার ওয়েব সাইটের ভিজিটরের উপর। তাই বলতে পারছিনা। তবে আপনার ওয়েব সাইট থেকে মাসিক $১০০ থেকে $২০০ আয় সম্ভব (maybe)।
Ami akta adsense account kinta chai full account ta kaw sell korla bolben amar mail address [email protected]
@bdtechtunes.iom: Amar comment ar date dakhen. Ota onno ak loker comment ar reply celo.
এভাবে হাবপেজ থেকেও করা যায়।
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত