আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন।আশা করি ভাল।
আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।
আজ আমি আপনাদের সাথে খুব দরকারি একটি বিষয় নিয়ে আলোচনা করবো।
যে বিষয় নিয়ে আলোচনা করবো,আপনার হয়তো এতক্ষনে বুঝে গেছেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
এই কাজটি করার জন্য প্রথমে START বাটন এ ক্লিক করেন।
এরপরে RUN এ ক্লিক করেন।
এবার দেখেতেছেন যে আপনার সামনে একটি বক্স ওপেন হয়েছে।
আপনি সেই বক্স এর মধ্যে এটি msconfig লিখুন।
এখন আপনার সামনে আরও একটি বক্স ওপেন হয়েছে।
আপনি এই বক্স এর মধ্যে অনেক গুলা ট্যাব দেখতে পাচ্ছেন ।
এর মধ্য থেকে আপনি start up ট্যাবে ক্লিক করুন।
তারপরে আপনি এখানে যতগুলা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সবগুলা ক্লিক বা টিক চিহ্ন তুলে দিন।
এখন আপনি apply করে ok দিন।
এবার কম্পিউটার Restart দিন।
কাজ শেষ।
কারও বুঝতে সমস্যা হলে এই ভিডিও টি দেখতে পারেন।
ইচ্ছে হলে আমার এই চ্যানেল টি SUBSCRIBE করতে পারেন।
ইচ্ছে হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতাম. মানে পুরনো ট্রিকস