Youtube এর জন্য প্রয়োজনীয় একটা টিপস।অবশ্যই একটা কাজের টিউন।

আশা করি, সবাই ভালো আছেন। আপনাদের জন্য ছোট্ট একটা কাজের টিপস নিয়ে হাজির হলাম।অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। আমরা অনেকেই কমবেশী Youtube এ ইংলিশ মুভি কিংবা ইংলিশ Video Tutorial দেখি । কিন্তু Subtitle এর অভাবে অনেকেই হয়তো বুঝি না। কিন্তু আপনি কি জানেন Youtube এ Subtitle দেখার ব্যবস্থা আছে। এছাড়াও আপনি আপনার পছন্দের Format(যেমন-720pHD, 480p, 360p, 240p) এ video দেখতে পারবেন। কিন্তু কিভাবে তা আজ দেখবো......

১। Youtube এর Video চালু করার পর ঠিক নিচে দেখতে পাবো cc নামে একটা Option আছে, সেখানে Click করলেই Subtitle চালু হয়ে যাবে। এছাড়াও আপনি Option এ গিয়েও Subtitle চালু করতে পারবেন। নিচের চিত্র দেখুন।

২। T এছাড়া আপনি Font color, Font size, Background color,Background opacity, Windows color, Windows opacity, Font opacity ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

৩। T আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের format নির্বাচন করতে পারবেন। যদি আপনি HD format এ দেখতে চান কিংবা আপনার Internet connection slow হয় তাহলে আপনি Low Definition এর Format নির্বাচন করতে পারবেন।

সব Video তে নাও হতে পারে, আবার যে Video তে কোনো কথা নেই সেটায় তো Subtitle আসার প্রশ্নই আসে না.........

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি।

Level 0

আমি রনি জিকু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Subtitle er ব্যাপারটা জানতাম না। কোয়ালিটির ব্যাপারটা আগেই জানতাম ধন্যবাদ।

youtube theke 480p download korte parina,without audio download hoy

    @extreme dashing: আপনি যদি আপনার ব্রাউজারে বিভিন্ন রকম add on/extensions ব্যবহার করেন, তাহলে ভালো ফল পাবেন। আপনি google এ search করে ব্রাউজার অনুযায়ী add on/extensions খুঁজে নিতে পারেন।

Level 2

how to stop auto playing video on youtube?

    @zubaer1995: আপনি যদি Youtube এর auto playing বন্ধ করতে চান তবে…… Mozilla Firefox এর জন্য TubeStop নামে একটা add on ব্যবহার করতে হবে। আর Google Crome এ Address bar এ chrome://chrome/settings/content লিখে inter দিতে হবে। তারপর Plug-ins section টি বের করে click to play করে দিতে হবে।

Subtitle এর বিষয় টা জানতাম না । শেয়ার করার জন্য ধন্যবাদ ।