আশা করি, সবাই ভালো আছেন। আপনাদের জন্য ছোট্ট একটা কাজের টিপস নিয়ে হাজির হলাম।অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। আমরা অনেকেই কমবেশী Youtube এ ইংলিশ মুভি কিংবা ইংলিশ Video Tutorial দেখি । কিন্তু Subtitle এর অভাবে অনেকেই হয়তো বুঝি না। কিন্তু আপনি কি জানেন Youtube এ Subtitle দেখার ব্যবস্থা আছে। এছাড়াও আপনি আপনার পছন্দের Format(যেমন-720pHD, 480p, 360p, 240p) এ video দেখতে পারবেন। কিন্তু কিভাবে তা আজ দেখবো......
১। Youtube এর Video চালু করার পর ঠিক নিচে দেখতে পাবো cc নামে একটা Option আছে, সেখানে Click করলেই Subtitle চালু হয়ে যাবে। এছাড়াও আপনি Option এ গিয়েও Subtitle চালু করতে পারবেন। নিচের চিত্র দেখুন।
২। T এছাড়া আপনি Font color, Font size, Background color,Background opacity, Windows color, Windows opacity, Font opacity ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
৩। T আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের format নির্বাচন করতে পারবেন। যদি আপনি HD format এ দেখতে চান কিংবা আপনার Internet connection slow হয় তাহলে আপনি Low Definition এর Format নির্বাচন করতে পারবেন।
সব Video তে নাও হতে পারে, আবার যে Video তে কোনো কথা নেই সেটায় তো Subtitle আসার প্রশ্নই আসে না.........
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি।
আমি রনি জিকু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx