ব্লগ বা সাইটওয়ালারা বাড়িয়ে নিন আপনাদের ইনকাম ৩ গুন[সব কাজের কাজী]

আমাদের অনেকের হয়তো অনেক ভালো কনটেন্ট-এর ব্লগ বা সাইট আছে, ভিজিটরও মোটামুটি ভালই আসে প্রতিদিন। কিন্তু মাস শেষে নেট এর বিলটাও ইনকাম করতে পারিনা(যেমনঃ আমি)। তাদেরকে আজ আমি একটা সাইটের সাথে পরিচয় করে দিব। প্রথমে বলে নেই "Content Locker", "Link Locker" -এর কথা হয়তো অনেকেই জানেন। তবে যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে একটু বলি। Content Locker হল সেই সার্ভিস যা আপনার ব্লগের ভিজিটরকে আপনার ব্লগে ঢোকার আগে কিছু Survey/Ads -এর মুখোমুখি করে। যা পূরণ সাপেক্ষে তিনি ব্লগে এক্সেস পান। এর বিনিময়ে আপনি কিছু ইনকাম পান। যা হোক এব্যাপারে আরও জানতে হলে কমেন্ট করবেন।

এখন জেনে আগে আসি "ক্যামনে কি":
১☛ বেশিরভাগ প্রথম অবস্থায় ডাউনলোড সাইট তৈরি করে থাকেন। তবে ভাল ভিজিটর থাকলেও এড কম্পানি গুলা খুব একটা প্রফিট দেয়না। সেখানে আপনি আপনার ফাইলের লিঙ্ক এর জায়গায় URL/file Locker-এর লিঙ্ক লাগাতে পারেন।
2☛ যারা নিউজ বা টিওটোরিয়াল সাইট ব্যাবহার করেন তারা Read More.. -এর জায়গায় Link Locker-এর লিঙ্ক লাগাতে পারেন।
৩☛ যারা ভিডিও সাইট নিয়ে কাজ করেন তারা Video Locker-এর লিঙ্ক ভিডিও কোডের মধ্যে যুক্ত করে দিতে পারেন।[এ থেকে বেশি প্রফিট পাবেন]
৪☛ সামনে ক্রিকেট বিশ্বকাপ তাই অনেকেই ব্লগে ফ্রি খেলা দেখানর জন্য ভিজিটর আনবেন। তাদের জন্য Content Locker/Video Locker এর কোনও বিকল্প নাই।
৫> আর যারা অন্যান্য সাইটএ কাজ করেন তাদের জন্য Offer Wall সার্ভিসতো আছেই।

এতো সাইট থাকতে এটা কেন?
**► বেশিরভাগ সাইট আপনাকে US/UK-এর ভিজিটর ছাড়া বলতে গেলে কোনও প্রফিট দিবেই না। কারন তাদের বেশিরভাগ এডভাইজার US/UK-এর। কিন্তু এখানে আপনি বাংলাদেশের ভিজিটরের থেকেও প্রফিট পাবেন।
**► বেশিরভাগ সাইট সাধারনত Survey টাইপের এড দিয়ে থাকে, যেখানে ভিজিটরের ব্যক্তিগত তথ্য বা ক্রেডিট নাম্বার দিতে হয়। যা বেশিরভাগ ভিজিটর দিতে চান না। কিন্তু এখানে বেশিরভাগ এড শুধু ডাউনলোডের জন্য, মানে শুধু ফাইল ডাউনলোড করেই সে আপনার কনটেন্টে এক্সেস পাবে। যা খুবই সহজ ও নিরাপদ। তাই ভিজিটর আনতে পারলে আপনার ইনকাম নিশ্চিত।
**► অন্যান্য সাইটের চেয়ে এখানে সর্বোচ্চ প্রফিট দিবে। [আমি সর্বোচ্চ প্রতি লিড-এ $২.৪৪ পাইছি, তবে US-এর জন্য এখন পর্যন্ত $১.৬৬ এর নিচে পাইনি]
**► এটা পেওনিয়ার, পেপাল-এ পেমেন্ট দেয়। যাদের পেওনিয়ার, পেপাল নাই তারা কি ভয় পাইলেন? না এট চেকের মাধ্যমেও পেমেন্ট দেয়।
একটা ছবি দিলাম:

এই দেখুন এতো কথা বললাম কিন্তু সাইটের লিঙ্কটাই দিলাম না। সাইটে যেতে ক্লিক করুন এখানে

আর বেশি কিছু বলবনা, শুধু একটাই কথা বলি- অনেক সাইটইয়েই তো কাজ করলেন একবার এটাতে করে দেখুন-"ভালো লাগতেই হবে"। ভুল হলে ক্ষমা করবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।

Level 0

আমি ছেড়া পাতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতদিন তো এইটাই খুজতেছিলাম।। শেয়ার করার জন্য ধন্যবাদ।। 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য।
তবে আমার কাছে মনে হয় কোন সাইটে কন্টেন্ট এভাবে লক থাকলে ভিজিটর পরে আর ঐ সাইটটি ভিজিট করকে খুব একটা আগ্রহী হবে না।

    @গ্যাংস্টার তানভীর: নাহ। আপনি তো সব কনটেন্ট লক করছেন না শুধু যেখানে দরকার। যেমন করে Adfly Link ব্যাবহার করেন। আর ভিজিটর অবশ্যই আসবে কারন আপনি কোন একটা ফ্রী কনটেন্ট লক করে রাখছেন যেটা তার দরকার। যেহেতু বেশিরভাগ এড শুধু ডাউনলোডের এবং সম্পূর্ণ ফ্রী তাই ভিজিটর অবশ্যই আগ্রহী হবে ।

    আর অনেক তো ফ্রী দিয়েছেন এবার আপনার ফ্রী কনটেন্ট গুলার একটা ভেল্যু লাগান এই আর কি।।

মোবাইলের ভিজিটরদের কি হবে সে সম্পর্কে একটু বললে ভাল হত