আসসালামু আলাইকুম টেকটিউন্স ভাই-ব্রাদারস 😀
আসা করি ভাল আছেন ।
[মোবাইল দিয়ে টিউন টি লিখতেছি তাই একটু ছোট করে ই লিখলাম আসা করি তাতেই বুঝে যাবেন]
Shortcut Virus প্রায় অনেকের লক্ষ্য করা যাচ্ছে ইদানীং
অনেকে বলে নতুন করে সেটাপ দিতে বা আরো অনেক কঠিন কঠিন কাজ করতে।
আজ আপনাদের দেখাব কি করে সহজেই এটি থেকে চিরমুক্তি পাবেন ।
আর কথা বেশি বলব না মূল টিউন এ চলে যাই
প্রথম ধাপ [Softwere Download and Insttal]
প্রথমেই নিমোক্ত লিংক থেকে "Malwarebytes Anti-Malware" নামের সফওয়্যার টি ডাওনলোড করে নিন ।
১. Malwarebytes Anti-Malware[10 mb]
এখান থেকে
২. Keygen [266 kb]
এখান থেকে
Softwere টি প্রিমিয়াম করে নিন
১. Malwarebytes Anti-Malware ইন্সটল করে রান করুন ।
২. Keygen রান করে Generate ক্লিক করে ID ও Key কপি করুন ।
৩. Malwarebytes Anti-Malware এ Registration Window ওপেন করে ID ও Key বসিয়ে দিন ।
দ্বিতীয় ধাপ [Scan , Delete Forever, Restart]
এবার Malwarebytes Anti-Malware এ ঢুকুন
1. "Scanner"
2. "Perfrom Flash Scan"
3. "Scan"
Scan হতে একটু সময় নিবে তারপর Show Result এ ক্লিক করে সব কেটে পিসি রিস্টাট দিন ।
[ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন 😀 ]
কোন সমস্যা হলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন
ফেসবুকে[Tushar Sikder]
ভাল থাকবেন
ধন্যবাদ
আমি Tanjil Sikder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই shortcut virus কি একটু বলবেন কি?