PC এর জন্য Windows Search

Windows XP এর সার্চ ব্যবস্থা খুবি দূর্বল। কোন কিছু খুজতে দিয়ে এক পলক ঘুম যাওয়া যায়।  আর হার্ডডিস্কে প্রচুর ফাইল থাকলে তো কথায়ই নেই। এখন এত ভালো প্রযুক্তি থাকতে কেন আপনি কোন কিছু খোজার জন্য সময় ব্যয় করবেন?? যদি উত্তর পজেটিব হয় তাহলে আপনার জন্য Windows Search ।

আপনি যদি Email এর জন্য Outlook  ধরনের কোন সফট ব্যবহার করেন তাহলে আপনার মেইল গুলো পিসিতে জমা হবে। আর আপনি সহজে আপনার কাঙ্কখিত মেইল খুজে পেতে পারেন Windows Search  এর সাহায্যে।

খুব সহজে ডেস্কটপ থেকেই ওয়েব সার্চ করতে পারবেন। আর কি ধরকার??

আপনি ইচ্ছে কলে Windows 7 এ ও ব্যবহার করতে পারবেন। সাইজ মাত্র ৫.২৫ মেগাবাইট

Windows Family

Windows XP (32-bit) এর জন্য

Windows Vista SP1 and Windows Server 2008 (64-bit) এর জন্য

Windows XP and Windows Server 2003 (64-bit) এর জন্য

বা ডাউনলোড পেজে যেতে পারেন এখানে ক্লিক করে।

ব্যবহার করুন এবার দ্রুত গতির Windows Search। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank u….

জাকির ভাই, আমার পিসি’তে সাস দিয়ে ফাইল খুজতে গেলে হাং হয়ে যায়। কি করি?

    রাজা ভাই,
    খুব সম্ববত, ভাইরাস আক্রমন করসে!
    না হলে আপনার হার্ড ডিস্কের তুলনায় প্রসেসরের শক্তি কম!!! 😛

আমি আল্ট্রা সার্চ ইউস করি। সুপার ফাস্ট।