আন-ফরমেটেড পেনড্রাইভকে ফরমেট করার পদ্ধতি [RAW ফাইল সিস্টেম হলে]

http://s30.postimg.org/u0c8mkiwx/pendrive_emtec_4gb_angry_birds_w3433_1.jpg

সুপ্রিয় ব্লগারগণ, পেনড্রাইভ আমাদের সবার কাছে কম বেশী নিত্য প্রয়োজনীয় বস্তু। এ কথা বলাই বাহুল্য যে এর কার্যবিধি সম্পর্কে জানে না এমন মানুষ পাওয়াটা দুষ্কর। যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক।

অনেক সময় দেখা যায় যে, আমাদের ব্যবহৃত পেনড্রাইভ কোন না কারণের জন্য সমস্যা তৈরি করে। যার ফলে অনেক সময় ভোগান্তিতে পরতে হয়। এর ফলে দেখা যায় যে পিসিতে পেনড্রাইভ প্রবেশের পর আপনার পেনড্রাইভে গুরুত্বপূর্ণ ফাইল থাকা সত্ত্বেও পেনড্রাইভ ফরমেট দিতে হচ্ছে। যাক পেনড্রাইভ ফরমেট দিতে গিয়ে দেখেন যে পেনড্রাইভ আর ফরমেট হয় না। অর্থাৎ আপনার পেনড্রাইভটি RAW ফাইল সিস্টেমে পরিণত হয়ে গিয়েছে। যার ফলে পিসিতে প্রবেশ করলে ফরমেট বার্তা তো শো করে কিন্তু ফরমেট দিতে গেলে সেটি ফরমেট হয় না। এমতাবস্থায় কি করণীয় তাই আলোচনা করছি।

যখন আপনার পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করাবেন তখন দেখবেন যে পেনড্রাইভটিকে যতবারই ফরমেট দেয়ার চেষ্টা করছেন না কেন পেনড্রাইভ কিছুতেই ফরমেট হচ্ছে না। ফলে এই বার্তাটি দেখতে পাবেন।

http://s2.postimg.org/3kb0ji5t5/image.jpg

এখন আপনি যদি Computer>Manage>Disk Management এ গিয়ে পেনড্রাইভ ফরমেট দিতে চান তাহলে আবার এই বার্তা দেখাবে।

http://s21.postimg.org/9rdgvhorb/image.jpg

http://s21.postimg.org/mwsz1limv/image.jpg

 

এখন এই সমস্যা সমাধানের জন্য আপনাদের একটি ডিস্ক পার্টিশন সফটওয়্যার ডাউনলোড করতে হবে। মাত্র 8.16 MB।
সফটওয়্যারটির নামঃ AOMEI Partition Assistant Standard Edition [Free Edition]
ডাউনলোড লিংকঃ AOMEI Partition Assistant

এখন সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করুন। ওপেন করার পর দেখবেন আপনার প্রবেশকৃত পেনড্রাইভ ওখানে প্রদর্শন করছে। এরপর আপনার পেনড্রাইভ উপর মাউসের রাইট বাটন ক্লিক কনটেক্স মেন্যুটি আনুন। কনটেক্স মেন্যুটি থেকে Delete Partition অপশনটি সিলেক্ট করুন।

http://s28.postimg.org/uwzyxti31/image.jpg

 

Delete Partition অপশনটি সিলেক্ট করার পর এই বক্স টি শো করবে। ঐখান থেকে Delete partition quickly (Recommended) টিকে সিলেক্ট করে OK ক্লিক করুন। এরপর বামদিকে উপরে কোণায় Apply তে ক্লিক করুন।

http://s1.postimg.org/5unw931j3/image.jpg

 

এরপর আরেকটি বক্স শো করবে। ঐখান থেকে Proceed এ ক্লিক করুন এবং অপর আরকেটি বক্স আসবে ওতে Yes দিয়ে দিন।

http://s4.postimg.org/anehe4wnx/image.jpg

 

পেনড্রাইভের পার্টিশন ডিলিট প্রসেসিং

http://s4.postimg.org/7ul9u3wbh/image.jpg

 

পার্টিশন ডিলেট হওয়ার একটি বক্স শো করবে ঐখানে OK তে ক্লিক করুন। পেনড্রাইভের পার্টিশন ডিলেট হওয়ার পর ফাইল সিস্টেম Unallocated শো করবে। এরপর আপনার পেনড্রাইভ উপর মাউসের রাইট বাটন ক্লিক কনটেক্স মেন্যুটি আনুন। কনটেক্স মেন্যুটি থেকে Create Partition টি সিলেক্ট করুন।

http://s9.postimg.org/3qy5nrn6n/image.jpg

 

Create Partition টি সিলেক্ট করার পর একটি বক্স শো করবে। ঐখানে থেকে শুধু OK তে ক্লিক করুন। অতঃপর বামদিকে উপরে কোণায় Apply তে ক্লিক করুন। এরপর আরেকটি বক্স শো করবে। ঐখান থেকে Proceed এ ক্লিক করুন এবং অপর আরকেটি বক্স আসবে ওতে Yes দিয়ে দিন।

http://s1.postimg.org/n9hrs7udb/image.jpg

 

পেনড্রাইভের পার্টিশন ক্রিয়েট প্রসেসিং

http://s9.postimg.org/5yuf5ihpb/image.jpg

 

পার্টিশন করা শেষ হলে সফল ভাবে সম্পন্ন হয়েছে এরূপ একটি বক্স শো করবে ঐখানে OK ক্লিক করুন।

http://s27.postimg.org/bt0rsric3/image.jpg

 

অতঃপর Computer প্রবেশ করে Devices With Removable Storage এ দেখুন আপনার পেনড্রাইভ শো করছে।

http://s27.postimg.org/pb7o51uhf/image.jpg

 

এই দেখুন এই কাজ করার পর এখন আপনি সরাসরি আপনার পেনড্রাইভকে ফরমেট দিতে পারবেন।

http://s24.postimg.org/r8s3mvis5/image.jpg

এখন থেকে যদি পেনড্রাইভ RAW ফাইল সিস্টেমে পরিণত হয় তবে এই ভাবে এর সমাধান করতে পারবেন।

😀 ধন্যবাদ 😀

বিঃদ্রঃ যদি আপনার পেনড্রাইভে গুরুত্বপূর্ণ ডাটা থাকে তাহলে এই উপায়টি অবলম্বন করা না করা সর্ম্পূণটাই আপনার ব্যক্তিগত ইচ্ছা।

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কিন্তু কাজ হইলো না ভাই।

memory card hobe na ?

আমার পেনড্রাইভ ফরমেট দিলে Write Protected আসে।

Level 0

I got a problem. See screen shot http://i57.tinypic.com/2sbpsom.jpg

“Write Protected” hole ki kora jay??

ধন্যবাদ সচিত্র বর্ণনার জন্য…..সমস্যায় পড়লে আশাকরি কাজে দেবে 🙂

Level 2

ভাই কাজ করে না।

ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য।

Sorry, the current operation has been canceled!
Information Code: 6
Description: The partition table on the disk was failed to update as the partition table is being locked by other programs, please close other programs and retry.

What does the Information Code mean? Please refer to: http://www.disk-partition.com/help/errorcode.html
এই লেখা গুলা আসে Delete Partition করতে গেলে।