প্রথম পোস্ট করছি কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । যারা নতুন নতুন বিভিন্ন ইন্টারনেট অফার পাওয়ার জন্য জিপি সিম কিনে ফেলে রেখেছেন তাদের জন্য সুখবর। এখন সময় এসেছে এই সিম গুলো ব্যবহার করার।
কারন জিপি দিচ্ছে টার্গেট পূরণ করলেই দিচ্ছে ১০০% বোনাছ সাথে সাপ্তাহিক ইন্টারনেট ও sms বোনাছ । কিন্তু আমাদের তো বেশী বড় বড় টার্গেট পূরণ করে জিপিকে বড়লোক বানানোর কোন ইচ্ছা নেই। অনেকেই হয়ত জিপি অফার থেকে আসা sms থেকে আগেই জেনেছেন । কিন্তু যারা জানেন না শুধু তাদের জন্যই আমার এই পোস্ট ।
যা হোক! এই অফারে আপনি শুক্র ও শনিবার টার্গেট পূরণ করার সাথেই সাথেই পাবেন ৫০ টি sms আর ৫০mb internet । যারা সিম ব্যবহার করেন না তাদের টার্গেট সাধারনত ২ টাকা হয় । তবে যারা খুব বেশী কথা বলেন তাদের টার্গেট বেশী হতে পারে । এই অফার উপভোগ করার জন্য ডায়াল করুন *৯৯৯*২# । রেজিস্ট্রেশন এর সাথে সাথেই পাবেন ৫ এম্বি ইন্টারনেট, ৫ টি করে sms ও mms । তবে কিছু সিমে এই অফার কাজ নাও করতে পারে ।
যদিও ৫০ এম্বি ইন্টারনেট এ কিছুই হয় না কিন্তু বাংলাদেশে এই ৫০এম্বি ইন্টারনেট এর দামই দশ টাকার উপরে। সকলকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ ।
আমি মুন্না হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন নগণ্য সাধারন মানুষ। সাধারন ভাবে থাকতেই পছন্দ করি। হইহট্ট-গোল একদমই পছন্দ করিনা । চেষ্টা করি যেন আমার জন্য আমার আসে পাশের লোকজন কষ্ট না পায়। মফস্বল এলাকায় বড় হয়েছি। তাই আচার আচরনে শহর এবং গ্রাম দুটরিই মিশ্রণ আছে। কারো সাথে যেচে কথা বলতে ভাল লাগে না। যখন যার...
আমার টার্গেট ছিল ২ টাকা, আজ সকালে এই বোনাস পাওয়ার জন্য টার্গেট পুরন করলাম কিন্তু পায়নি, তারপর ওদের ফেছবুক পেজ এ লিখলাম এভাবে কত দিন আমাদের ঠকানো হবে, দেখি উত্তর দিছে যে ১২১ এ ফন দিতে, এখন দিব কেন পেলাম নাহ,