WhatsApp মোবাইল এ ব্যবহার করতে করতে বিরক্ত হলে ব্যবহার করুন আপনার কম্পিউটার এ গুগল ক্রোম এ

WhatsApp এর ব্যবহার আমরা কে না জানি। সবার মোবাইল এই এই এপ্লিকেশনটি খুজলে পাওয়া যাবে। কিন্তু কখনও কখনও যখন আমরা আমাদের নিজেদের কম্পিউটার ব্যবহার করি তখন এপ্লিকেশন টি আমাদের মোবাইল এ ব্যবহার একটু বিরক্তিকর। কারণ বার বার মোবাইল এর ছোট স্ক্রিন এ টাইপ করতে হয়। এই সমস্যার সমাধানেই এই টিউন টি লেখা। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি WhatsApp ব্যবহার করতে পারবেন আপনার নিজের মোবাইল এ।

WhatsApp আপনার গুগল ক্রোম এ ব্যবহার করতে আপনার অবশ্যই একটি Android ফোন থাকতে হবে, ব্ল্যাকবেরি অথবা Windows ফোন হলেও চলবে। কিন্তু আপেল এর আইফোনে এই সুবিধা এখনও নেই আইফোনের কিছু সীমাবদ্ধতার কারণে।

১. এই লিংক এ যান গিয়ে লিংকটিতে ক্লিক করুন।
২. লিংক এ যাবার পর একটি কিউ আর কোড পাবেন।


৩. এখন আপনার মোবাইল এর WhatsApp খুলুন এবং মেনুতে যান। WhatsApp মেনু এপ্লিকেশন এর ভেতরে নয়। এটি মূলত আপনার ফোনের কোনো বাটন।
৪. মেনুতে গেলে দেখতে পাবেন একটি ট্যাব যার নাম WhatsApp ফর Web। এই ট্যাব টি চাপুন এবং দেখবেন ক্যামেরা স্ক্রিন এর মত একটি কিউ আর কোড স্কানার এসেছে। ধাপ ২ এ যে কিউ আর কোড পেয়েছিলেন সেটি স্ক্যান করুন আপনার ফোন দিয়ে।
৫. বাস , দেখুন জাদু। আপনার গুগল চরমে ব্রাউসার এ ওপেন হয়ে যাবে WhatsApp
৬. মজায় মজায় ব্যবহার করুন WhatsApp আপনার কম্পিউটার এর ওয়েব ব্রাউসার থেকে।

এই পোস্টটি আগে লিখেছি আমার নিজের প্রযুক্তি বিষয়ক ব্লগ টেক এন্ড টেকি তে। সময় থাকলে পড়তে পারেন অনেক টিপস এন্ড ট্রিকস এই লিংক এ "টেক এন্ড টেকি"|  আমার বাংলা মোবাইল আপ্প গুলো পাবেন গুগল প্লে তে এই লিংক এ  "টেক এন্ড টেকি Android Apps"|

Level 0

আমি Himadri Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello, I am an Electronics and Telecommunication Engineer. I have completed my BSC from KIIT University,Orissa,India and completed my MSC in Telecommunication from East West University,Dhaka. I have also completed my second master degree in Wireless Communication from National Taipei University, Taiwan with scholarship. I write my own technology blog...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

link koi?

আজিব এমন অসম্পূর্ণ টিউন করেন কেন ?? লিঙ্ক কই ??

আমার
সাইট থেকে ঘুরে আসেন|
Tuneshot.blogspot.com
ভাই আমার সাইটে কমেন্ট করার অনুরোধ রইল

কি বললেন কিছুই বুঝলাম না ।

    @নীলোৎপল বেদী: ভাই যদি WhatsApp আগে ব্যবহার করে থাকেন তাহলে শুধু মোবাইল এ করেছেন, এখন গুগল চরমে এ ওয়েব এপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। খালি qr কোড স্ক্যান করবেন আর WhatsApp দেখবেন গুগল চরমে এ চালু হয়ে গেছে। তাও না বুঝলে জানাবেন।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

    @telekothon: আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

অনেক কাজে লাগলো থ্যাংকস তবে পিসিতে চালানোর মজাই আলাদা

আমার এই টিউন টি পড়তে পারেন https://www.techtunes.io/android-apps/tune-id/330469

“WhatsApp মেনু এপ্লিকেশন এর ভেতরে নয়। এটি মূলত আপনার ফোনের কোনো বাটন.””..???
ভাই, WhatsApp মেনু খুজে পাচ্ছি না। দয়াকরে WhatsApp মেনু কিভাবে পাওয়া যাবে তার একটা details বলেন। WhatsApp ফর Web ও পাচ্ছি না । আপনার পোস্ট টি (https://web.whatsapp.com/ …and … https://www.whatsapp.com/faq/en/web/28080003) বাংলা মনে হল। আপনি নিজে /এই পোস্ট দেখে কেউ দয়া করে সফল হলে screen shoot সহ দিন।

    @নিভ্রিত পথচারী: ভাই মেনু খুঁজে না পেলে এই লিংক এ যান। সাহায্য পেতে পারেন যে কি করে মেনু বের করবেন। এটি একটি নতুন সংবাদ তাই ওই পোস্ট এর বাংলা মনে হতে পারে।

    @নিভ্রিত পথচারী: ভাই মেনু খুঁজে না পেলে এই লিংক এ যান। সাহায্য পেতে পারেন যে কি করে মেনু বের করবেন। এটি একটি নতুন সংবাদ তাই ওই পোস্ট এর বাংলা মনে হতে পারে।https://www.whatsapp.com/faq/en/android/21228643

Level 0

ভাই, আমার ফোনে এরকম আসে। কি করব? http://prntscr.com/5vlcyt

    @orko01717: ভাই মোবাইল ফোনে কি আসে সেটা বিষয় নয়, আপনার গুগল ক্রোম এ কি আসে সেটা বিষয়। আপনার গুগল ক্রোম এ কি WhatsApp এর স্ক্রিন আসছে?

না ভাই… এরকম কোনো মেনু পাইলাম না :/

Can i do it from bluestacks??? And is it free in gp??

    @বেলায়েত হাসান: আপনি চেষ্টা করে দেখতে পারেন। এখানে যেহেতু ডাটা ট্রান্সফার হবে, ডাটা ফী তো আপনাকে দিতে হবেই।

Level 0

আমি কিউ আর কোড রিড করাবো কিভাবে?? whatsapp-web এ যাওয়ার পরই ঐরকম স্ক্রীন আসে। আমি আলাদা সফটওয়্যার দিয়ে, কিউ আর কোড স্ক্যান করিয়েছি। কিন্তু কাজ হচ্ছে না!! :/

    @orko01717: ভাই আপনি WhatsApp for Web এ ক্লিক করলে ক্যামেরা এর মত স্ক্রিন আসবে, ঐটা দিয়ে কিউ আর কোড রিড করতে হবে। অন্য সফটওয়্যার দিয়ে রিড করলে হবে না।