রুট কিতা ? রুট হইলো superman টাইপ ক্ষমতা যা থাকলে আপনি ফোন কে হুকুম করতে পারবেন '' এই বেটা ! জলদি ওই এপ রে পারমিশন দে !''
এবার সুবোধ বালকের মতো নিচের লিনক থেকে এপ টি নামান।
ডাউনলোড লিনক : KingRoot 3.3.1
এপ টি ডাউনলোড করে ওপেন করুন । দেখবেন সব চাইনিজ ভাষায় ! ভয় পায়েন না ভাউ mein hu na ! দেখবেন মাঝে সবুজ গোল একটি বাটন এর মতো। সেটিকে লোড হতে টাইম দিন ৪-৫ সেকেন্ড। তারপর বাটন টায় প্রেস করুন। কিছুক্ষন টাইম লাগবে। ২-৩ মিনিট ও লাগতে পারে।
কাজ হলে দেখবেন সবুজ বাটন টা টিক চিনহো (sign) এর মতো হয়ে গেসে।
Voyla ! আপনার ইস্মার্টফুন রুট হয়ে গেসে। এখন আপনার ফোনে চাইলেই tv, freezer,washing-machine চালাতে পারবেন নাহ ! এবার root validator,root checker basic ইত্যাদি এপ দিয়ে চেক করেন রুট হয়েছে কিনা।
Root Checker Basic
রুট হলে অবশ্যই kinguser নামের একটি এপ আপনার ফোন এ create হবে যেটি আপনার super-su। যা দ্বারা রুট পারমিশন দিবেন
আরকি!!
★★উপরের প্রসেস এ জেলি বিন ও সাক্সেস ফুললি রুট করা যায়(কয়েকটা সেট পরীক্ষিত)
★★ ★অনেক ফোন এ kingroot দিয়ে রুট হয় নাহ।। তারা কষ্ট করে Root master,Towel Root, One click Root ট্রাই করেন!
★ নেক্সট পোস্ট হবে সঠিক ভাবে xposed framework install করাকে নিয়ে। সাথে থাকুন।
কোনো ভুল থাকলে জানাবেন। ধন্যবাদ
আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার
ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য। আমি কাস্টম রম ইউজ করতে ভালভাসি। টুকটাক কাস্টম রম বিষয়ে জানা আছে। এ বিষয়ে জানা থাকলে পোস্ট করবেন। বিষয়টা খুব নতুন না হলেও বাংলায় তেমন ভাল কোন পোস্ট পাই নি। ওয়েব ডিজাইনিং শিখছি। পাশাপাশি কাস্মম ও স্টক রম নিয়ে একটা ওয়েবসাইট বানাচ্ছি। এখনও কোন তথ্য আপলোড করা হয় নাই। androidkothon.tk । আশা করি তথ্য দিয়ে সাহায্য করবেন। আপনার আরো টিউন চাই… শুভ কামনায়….