যে কোন হিডেন পার্সওয়ার্ড বের করুন খুব সহজে ।

আমরা অনেক সময় ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখার প্রয়োজন অনুভব করি। কিন্তু পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না। *** চিহ্ন দিয়ে হিডেন করা থাকে। যা দেখতে নিছের ছবির মত হয়ঃ

goo1

আপনি ইচ্ছে করলে হিডেন পাসওয়ার্ড গুলো দেখতে পারেন একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে। জাভা স্ক্রিপ্টটা কপি করে আপনার ব্রাউজারের এড্রেসে পেস্ট করে এন্টার দিন।

goog

জাভা স্ক্রিপ্টটা নিছে ও দেওয়া হলঃ javascript: var p=r(); function r(){var g=0;var x=false;var x=z(document.forms);g=g+1;var w=window.frames;for(var k=0;k<w.length;k++) {var x = ((x) || (z(w[k].document.forms)));g=g+1;}if (!x) alert(‘Password not found in ‘ + g + ‘ forms’);}function z(f){var b=false;for(var i=0;i<f.length;i++) {var e=f[i].elements;for(var j=0;j<e.length;j++) {if (h(e[j])) {b=true}}}return b;}function h(ej){var s=”;if (ej.type==’password’){s=ej.value;if (s!=”){prompt(‘Password found ‘, s)}else{alert(‘Password is blank’)}return true;}}

একটা সতর্কতাঃ পাসওয়ার্ড কখনও কপি পেস্ট করে লগ ইন করবেন না। একটু অলসতার জন্য পাসওয়ার্ড চলে যেতে পারে হ্যাকারের কাছে।

Post টি ভাল লাগলে আমার ব্লগে ঘুরে আসবেন ।


একই সাথে Techolopo.com এ প্রকাশীত ।

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি করব ভাই? কিবোর্ড দিয়া password লেখলে keylogger এর মাদ্ধমে hacker কাছে চলে যায়।
আবার copy paste করলেও সমস্যা।
কম্পিউটার ই চালামু নাহ।