ওয়েবসাইট এর থিম ও লোগো বানানোর ফুল ভার্সন সফটওয়্যার এবং সাথে থাকছে Skype এর সর্বশেষ অফলাইন ফুল ভার্সন (MediaFire link)

সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।আজ যে সফটওয়্যার গুলো শেয়ার করছি এইগুলার ফুল ভার্সন নেটে পাওয়া বেশ কষ্টকর ।আর সবগুলা সফটওয়্যার এর থাকছে সরাসরি ডাউনলোড মানে আমি MediaFire এ আপলোড করে দিছি ।বেশি কথা বাড়ালাম না নিচের থেকে যার যেটা লাগবে ডাউনলোড করে নিন ।

১মে skype latest version।মনে হয় না এটা নিয়ে কোন কথা বলতে হবে এটার সম্বন্ধে কম বেশি সবাই জানে তাই এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলার নাই  এটার সর্বশেষ অফলাইন ফুল ভার্সন আপলোড করেছি ডাউনলোড MediaFire link

AAA Logo ওয়েবসাইট এর logo বানানোর জনপ্রিয় সফটওয়্যার ।এটা দিয়ে যেকোনো ওয়েবসাইট এর logo সহজেই বানাতে পারবেন ।crack এর কোন যামেলার দরকার নাই আমি এটার latest  pre-active versionআপলোড করে দিছি ডাউনলোড MediaFire link

ওয়েবসাইট এর থিম বানানো জনপ্রিয় সফটওয়্যার artisteer  সাথে থাকছে ফুল ভার্সন করার জন্য এর crack ।এটা দিয়ে যা যা করতে পারবেন

  • ১. ওয়েব পেজ তৈরি করতে পারবেন।
  • ২. জুমলা, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ব্লগার, ডট নেট নিউক ইত্যাদির টেম্পেলেট ডিজাইন করতে পারবেন।
  • ৩. আর.এস.এস ফিডের আইকন ও টেম্পেøটের আইকন পরিবর্তন, হেডারে ফ্লাস ফাইল, এক্সপান্ডেবল মেনু, সাইডবার, ভার্টিকেল মেনু সুন্দরভাবে সাজাতে পারবেন।
  • ৪. অসাধারণ সব বাটন তৈরি ও এর টেক্সচার, গ্রেডিয়েন্ট, শ্যাডো, বর্ডার তৈরি করতে পারবেন।
  • ৫. সফটওয়ারটিতে প্রত্যেক ট্যাবের অধিনে Suggest নামে একটি অপশন আছে যা ক্লিক করলেই সফটওয়ারটি র‌্যান্ডমলি অনেক ধরনের জিজাইন শো করবে।
  • ৬. সর্বোপরি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে যা যা দরকার তার সবই করা যাবে।
  • ৭. আর এসব কিছুর জন্য এইচ.টি.এম.এল, পি.এইচ.পি, সি.এস.এস, মাইসকিউএল ইত্যাদি সম্পর্কে আপনার তিল পরিমান ধারনা না থাকলেও চলবে।

তাদের সাইট থেকে সর্বশেষ ভার্সনটা ডাউনলোড করে নেন সাইজ ১১৮ এমবি সাইট ।ফুল ভার্সন করার জন্য crack ডাউনলোড MediaFire link

ডাউনলোড করতে কোন সমস্যা হলে #Facebook এ আমি ।আশা করি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না ,যদি সমস্যা হয় তাহলে আপডেট করে দিব ।

Level 0

আমি হিমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি নিয়ে জানা এবং জানাবার ইচ্ছা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

স্ক্রীন শট সহ দিলে আরো ভালো লাগতো । AAA Logo টা নিলাম।

darun kintu, সবগুলোই আছে

Level 0

ভাইয়া প্যাচটা তো কাজ করেনা। এক্সপোর্ট করতে গেলে ভুল লাইসেন্স কি দেখায়। উল্লেখ্য আমি উইন্ডোজ ৮.১ ব্যবহার করি।

প্যাচটা তো কাজ করেনা।

যে জায়গায় ইন্সটল করছেন ঐ জায়গায় প্যাচটা কপি পেস্ট করে তারপর স্ট্যান্ডার এডিশন অ্যাক্টিভ করুন ।

Level 0

Thank for the post!