যে কোন .png ফরম্যাটের ছবি দিয়ে আইকন বানান সহজে এবং ব্যবহার করুন ফাইলের আইকন হিসেবে!

মরা উইন্ডোজ ওএস এ ফাইল গুছিয়ে রাখতে "Folder" ব্যবহার করি(right click on desktop-->New->Folder)। তাই স্বভাবতই হার্ড ডিস্কে ফোল্ডার এর সংখ্যা বেশি । এ কারণে কাজের সময় দরকারি ফাইল কোন ফোল্ডার আছে তা খোঁজা অনেক কঠিন হয়ে পড়ে। বিভিন্ন সার্চিং সফটওয়্যার ব্যবহার করে সার্চ করে আমরা কাঙ্ক্ষিত ফোল্ডারের খোঁজ পাই। কিন্তু যদি উক্ত ফোল্ডারের নাম-ই মনে না থাকে তখন?

এ সমস্যা সমাধানের জন্য আমরা ফোল্ডারের ফাইলের সাথে মিল রেখে আইকন(.ico) ব্যবহার করতে পারি। এতে দরকারের সময় খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফাইল কোন ফোল্ডারে আছে। তবে এক্ষেত্রে উইন্ডোজ এর ডিফল্ট আইকন গুলো ব্যবহার না করে যদি আপনি নিজে আইকন তৈরি করে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যায়। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন আইকন।

প্রথমে আমার আপলোড করা নিচের 'ফাইলের ইমেজ'টি ডাউনলোড করে নিন। কিভাবে সেভ করতে হয় না জানলে নিচের ডাউনলোড লেখায় কার্সর রাখুন  বা hover করুন।

Download

এবার আপনি যে ধরনের ফাইল রাখবেন তার ছবি গুগল এ সার্চ দিন।ধরে নিলাম আপনি Windows এর কিছু Tweaking সফটওয়্যার রাখার জন্য ফোল্ডার বানাবেন। এক্ষেত্রে আপনি গুগল সার্চ করে Windows এর লোগো সহ ইমেজ সেভ করে নিন।

  • এবার কাজটা ফটোশপার ভাইদের। আমার দেয়া ইমেজটি এবং সদ্য সেভ করা Windows এর লোগো সহ ইমেজটি ফটোশপ এ ওপেন করুন।

  • ওরপর eyedropper tool সিলেক্ট করে Windows logo টার চারপাশের নীল রঙে ক্লিক করলে foreground colour ঠিক ঐ নীল কালার হয়ে যাবে। তারপর paint bucket Tool সিলেক্ট করে ফোল্ডারের ইমেজটির কালো রঙ্গে ক্লিক করুন। ব্যস! কালো ফোল্ডার নীল হয়ে গেল।

  • এরপর Rectangular Marquee Tool সিলেক্ট করে উইন্ডোজ লোগোটার চারপাশে আয়ত আঁকুন। তারপর সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে feather এ ক্লিক করে তা 30 pixels করে দিন। তারপর কপি করতে কীবোর্ড এর Ctrl আর C বাটন এক সাথে চাপুন।

  • এবার ফোল্ডার এর ইমেজটিতে গিয়ে Ctrl আর V একসাথে চেপে পেস্ট করুন। তারপর রাইট ক্লিক করে Free Transform এ ক্লিক করে প্রয়োজন মত ছোট বড় করুন।

  • এবার উপরের Image এ ক্লিক করে image size এ ক্লিক করুন। তারপর Width=1024 Height=768 দিন। তারপর Enter দিন।

  • এবারফোল্ডারের ছবিটিকে .png ফরম্যাটে সেভ করুন।

এবার আসি মূল কাজে। আমি ধরে নিচ্ছি পূর্বের প্রত্যকেটি কাজ আপনি সফলভাবে করেছেন এবং কোন ভুল আপনি করেন নি।

এবার এই সাইটে যান । তারপর Custom Dimensions->Original size এ ক্লিক করুন। "upload & convert" এ ক্লিক করার পর জিপ ফরম্যাটে ডাউনলোড করুন। তারপর Extract করুন।

আমার টার ডাউনলোড লিঙ্ক 

এবার হার্ড দিস্কে একটি ফোল্ডার তৈরি করুন। তারপর Right click-->Properties-->customize-->Change icon এ ক্লিক করে আপনার ফাইল্টি(.ico) দেখিয়ে দিন। ব্যস! দেখুন কি রকম হয়!... চাইলে উপরের View এ ক্লিক করে Large বা Extra large এ ক্লিক করুন।

দেখুন...  

চাইলে নিচের মত তিনটি আইকন ডাউনলোড করতে পারেনঃ

Download link

সবাই ভাল থাকবেন। আর খুব কষ্ট না হলে একটা টিউমেন্ট করেন।

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ফটোশপের মাধ্যমেই উইনডোজ আইকন বানাতে পারবেন এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ICO format একটি প্লাগইন চাইলে এখান থেকে ডাউনলোড করুন : http://www.telegraphics.com.au/sw/files/ICOFormat-2.1b1-win.zip
যে রার ফাইলটি পাবেন তা এক্সাট করলে একটি ICO format নামে একটি প্লাগইন পাবেন আপনি প্লাগইনটা কপি করে সি ড্রাইবে প্রোগ্রাম তারপর ফটোশপ/প্লাগইন/ফাইল ফরম্যান ফোল্ডারে পেষ্ট করুন তারপর কনটিনিউ করে দিন। এবার ফটোশপ চালু করে যে কোন একটি পিএনজি ফাউল ওপেন করে সেভ এজে গিয়ে যে কোন নাম দিয়ে ফাইল ফরম্যাট থেকে ICO format টি সিলেক্ট করে সেভ করুন পরে আবার ওকে করুন ব্যাস পেয়ে যাবেন আপনার কাঙ্খিত আইকনটি অতি সহজেই। ধন্যবাদ

    @জামান: দুঃখিত ফরম্যাট এর জায়গায় ফরম্যান এবং ফাইল এর জায়গায় ফাউল লিখে ফেলেছি sorry।

    @জামান: bro, কাহিনি তো একই হল, আপনাকে তো ইমেজটা কষ্ট করে বানাতেই হচ্ছে, জাস্ট অনলাইন টুল এর পরিবর্তে একটা প্লাগ ইন দিয়ে কাজটা করার কথা বলছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।