যে ভাবে চান সে ভাবে নিয়ন্ত্রন করতে পারবেন আপনার ফল্ডার

আসালামু আলাইকুম.........আমরা Folder security জন্য বিভিন্ন্য প্রকার সফটওয়্যার ব্যবহার করে থাকি। আমি আজ আপনাদেরকে সফটওয়্যার ব্যবহার না করে কিভাবে Folder security দেওয়া যাই তা দেখাবো।

Folder options open করে

view থেকে

Use simple file sharing (Recommended) থেকে টিক মার্ক তুলে Apply এবং OK তে ক্লিক করে নিন।

আপনার ইচ্ছে মত যে ফল্ডারে তালা লাগাতেচান তার উপর ক্লিক করে।

Properties থেকে security তে যান।

ঐখনে Permissions for administrators এর নিচে Full Control লেখার পাশে Deny এর নিচে টিক মার্ক দিয়ে Apply এবং OK তে ক্লিক করে নিন।

এখন দেখেন ফুল্ডারটি আর ওপেন হচ্ছেনা।

ফল্ডারটি ওপেন করতে চাইলে আবার Secuity থেকে Advanced ক্লিল করেন।

তারপর Permissions থেকে Deny সিলেক্ট করে রিমুভ করেদিন।দেখেন ফল্ডারটির তালা খোলেগেছে....

তাছারা Permissions for administrators থেকে Full Control ছারাও copy, paste, Write, modify ইত্যদির যে গুলো ইচ্ছে তার পাশেও টিক মার্ক দিয়ে নিয়ন্ত্রন করতে পারবেন আপনার ফল্ডার।

কাজে লাগলে আমার জন্য অন্তরের অন্তরস্হল থেকে দোয়া করবেন।ভাল থাকবেন ধন্যবাদ।

Level 0

আমি উদাস মাজহারুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি কাজী মু,মাজহারুল ইসলাম। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির উপর ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে এখন BSc ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন করতেছি পাশাপাশি একটি বেসরকারি প্রিতিস্ঠানে চাকরি করতেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

‍ভাল টিউন।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

জিনিসটা জানটাম ! লেকিন এভাবে চিনটা করিনি!!!
Thanks ..

জিনিসটা জানা ! লেকিন এভাবে চিনটা করিনি!!!
Thanks ..

    আপনাকে একবার নয় লেকিন দুইবার ধন্যবাদ।

এইটা কাজ়ে লাগবে।

    টিউনটি আপনাদের কাজে লাগলে ভালাগবে।

ভাল টিউন এবং ভাল টিপস,আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর টিপ্সটি দেয়ার জন্য।
আপনার জন্য অন্তরের অন্তরস্হল থেকেই দোয়া রইল,আপনার সাফল্য কামনা করছি ধন্যবাদ।

    সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ও অন্তরের অন্তরস্হল ধন্যবাদ।

Level 0

পোষ্টটি ভাল হয়েছে, এবং ফুটে উঠেছে স্ক্রীণশটগুলোর কারনে,
যারা পিসিতে সিকিউরিটিগার্ড ইউজ করেননা তাদের অনেক কাজে লাগবে
শুভ কামনা রইল

    আপনার কমেন্ড খুব ভাল লাগছে। আপনার জন্যও শুভ কামনা রইল।

অনেক ভাল করে বুঝিয়েছেন আপনি সময় দিলে ভাল ব্লগার/টিউনার হতে পারবেন। আশা করি ভাল থাকবেন আর টেকটিউন্সের সাথে থাকবেন।

Level 0

আমার জানা ছিলো, তবে আপনার উপস্থাপন খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

কিন্তু ভাইয়া folder delete করা তো নিয়ন্ত্রণ করতে পারছি না। deny mark করার পরো delete হয়ে যাচ্ছে।
would u try yourself & can u help me from deleting a folder?