আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। ব্লেন্ডার মেশিন অনেকেই কিনে বাড়িতে ব্যবহার করেন যেটা দিয়ে বিভিন্ন ফলের জুস তৈরি ও অন্যান্য কাজ করা হয়। তো আমাদের ব্লেন্ডারের তিনটি কৌটা আছে, ১টি মগের মত আর দুটি এম্বুল্যান্সের সাইলেন্ডের বাতির কৌটার মত। যাইহোক একটি কৌটার নিচের যে কাটা চাকতি থাকে সেটা নষ্ট হয়ে গেছে, দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই এই চাকতিটা কত টাকা বললো তিনশ থেকে পাচশত এর মত লাগবে। কিছু না বলে বাড়িতে চলে এলাম। একদি রাস্তা দিয়ে হাটছি লাম, রাস্তায় একটি স্পিডের খালি বোতল পড়ে আছিল, বোতল টা হাতে নিয়ে বোতলের ক্যাপটি খুললাম দেখলাম ক্যাপটি খুব মোটামুটি হার্ড আছে ভেবে দেখলাম ক্যাপটির সাথে কাটা চাকতির মাপটা একি রকম। তখন আর দেরি কিসের যেই ভাবা সেই কাজ, বানিয়ে ফেললাম এটা দিয়ে একটা কাটা চাকতি। এখন এটা দিয়ে সেইরাম কাজ চলছে। ভেবে দেখলাম অরিজিনাল কাটা চাকতির থেকে আমার তৈরি করা চাকতির লাইফ টাইম অনেক বেশি মনে হবে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাহলে চলুন ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে চলে যাই, কারো ভাল লাগলে ও উপকারে আসলে নিজেকে ধন্য মনে করবো, আর আমাকে কমেন্স করবেন কিন্তু, আল্লাহ হাফেজ।
আমি Faruqe। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a very ordinary village boy.
Like