অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে কম্পিঊটারের কিবোর্ড ও মাঊস লক করতে হয়। কোন মুভি দেখছেন কিন্তু কেঊ এসে ডিস্টার্ব করছে উল্টাপাল্টা কিবোর্ড বা মাঊস ক্লিক করে। আবার আপনি কোন কাজে বাইরে গেলেন পিসিতে কোন কাজ করতে দিয়ে, কিন্তু এসে দেখলেন আপনার পিসির বারোটা বাজিয়ে দিয়েছে কোন পিচ্চি। তো এই সমস্যার সমাধান খুব সহজ। নিচে থেকে KeyFreeze সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখনি.........
KeyFreeze ওপেন করুন। লক করার জন্য Lock Keyboard & Mouseক্লিক করুন। ৫ সেকেন্ডের মধ্যে লক হয়ে যাবে।
Unlock করতে Ctrl + Alt + Delete চাপুন। তারপর Esc চাপুন। Unlock হয়ে যাবে। আর কোন ঝামেলা পোহাতে হবে নাহ 😀 ।
আজ এই পর্যন্তই। ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।
আমি ইসমাইল পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hmm Very Good!! Nice Tune Bro