Firefox আমাদের সবারই কম বেশি পছন্দ। আর Firefox এর Add-ons নিয়ে অনেকেই অনেক অনেক সুন্দর সুন্দর টিউন করেছেন। আমি জানি এটা অনেকেই জানেন তারপরও করলাম যারা জানেন না তাদের জন্য।
প্রথমে আপনি আপনার Firefox এর Address বারে গিয়ে about:config লিখে এন্টার দিন। দেখবেন Firefox এর Build in configuration এর জন্য সতর্ক করে একটি Message জানাবে।
এখান I`ll be care full I promise! বাটনে ক্লিক করে করে ভিতরে প্রবেশ করুন।
এখানে আপনাকে কিছু settings পরিবর্তন করে দিতে হবে। নিম্নের মত করে settings গুলোকে পরিবর্তন করে নিন।
সবশেষে পেজের যে কোন জায়গায় রাইট বাটন ক্লিক করে New তারপর Integer সিলেক্ট করুন, এখানে আপনার কাছে নাম চাইবে, আপনি নাম দিন nglayout.initialpaint.delay এরপর আপনার কাছে value জানতে চাইবে value হিসাবে মান দিন ০। তারপর Firefox কে Close করে Restart করুন। এখন আপনার Firefox এর স্পিড দেখুন।
আমি মন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাবনা যত দূরে যাবে আমিও যাব তত দূরে, দৃষ্টি যত ছাড়িয়ে যাবে আমি দাড়াব না তীরে.............
ধন্যবাদ, ভাষার উপস্থাপন সুন্দর ছিল। টিউনটাও বেশ….!