আপনার ওয়েব ব্রাউজার Firefox কে করে নিন আরো গতিময়

Firefox আমাদের সবারই কম বেশি পছন্দ। আর Firefox এর Add-ons নিয়ে অনেকেই অনেক অনেক সুন্দর সুন্দর টিউন করেছেন। আমি জানি এটা অনেকেই জানেন তারপরও করলাম যারা জানেন না তাদের জন্য।

প্রথমে আপনি আপনার Firefox  এর Address বারে গিয়ে about:config লিখে এন্টার দিন। দেখবেন Firefox এর Build in configuration এর জন্য সতর্ক করে একটি Message জানাবে।

15.png

এখান I`ll be care full I promise! বাটনে ক্লিক করে করে ভিতরে প্রবেশ করুন।

24.png

এখানে আপনাকে কিছু settings পরিবর্তন করে দিতে হবে। নিম্নের মত করে settings গুলোকে পরিবর্তন করে নিন।

  • 1.     network.http.max-connections-per-server =32
  • 2.    network.http.max-persistent-connections-per-proxy =16
  • 3.    network.http.max-connections = 64
  • 4.    network.http.max-persistent-connections-per-server = 10
  • 5.    network.http.pipelining = true
  • 6.   network.http.pipelining.maxrequests = 200
  • 7.    network.http.request.max-start-delay = 0
  • 8.    network.http.proxy.pipelining = true
  • 9.    network.http.proxy.version = 1.0

সবশেষে পেজের যে কোন জায়গায় রাইট বাটন ক্লিক করে New তারপর Integer সিলেক্ট করুন, এখানে আপনার কাছে নাম চাইবে, আপনি নাম দিন nglayout.initialpaint.delay এরপর আপনার কাছে value জানতে চাইবে value হিসাবে মান দিন ০। তারপর Firefox কে Close করে Restart করুন। এখন আপনার Firefox  এর স্পিড দেখুন।

Level New

আমি মন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাবনা যত দূরে যাবে আমিও যাব তত দূরে, দৃষ্টি যত ছাড়িয়ে যাবে আমি দাড়াব না তীরে.............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, ভাষার উপস্থাপন সুন্দর ছিল। টিউনটাও বেশ….!

Level New

আমার কাজ হয়েছে । ধন্যবাদ আপনাকে…….।

There’s an extension called “Tweak Network” that takes care of this.

Level New

jotil hoise………

Level New

ভাই এটা আপনি কিভাবে জানলেন দয়া করে জানাবেন কি?

valo but temon kono difference pacci na