ইউটিউব ডাউনলোড লিংক আর সারা জীবনেও ব্রোকেন হবে না। নিয়ে যান সমাধান।

ধরুন আপনি ইউটিউব থেকে একটা মুভি ডাউনলোড করতেছেন। ৭২০ পিক্সেল এর ভিডিওগুলা প্রায় ২ জিবির বেশী হয়ে থাকে। রাত ১০ টায় ডাউনলোড দিয়েছেন। ১২টায় ডাউনলোড অন রেখেই ঘুমিয়ে গেলেন। সকালে উঠে দেখলেন ১জিবি ডাউনলোড হওয়ার পর ডাউনলোড ফেইল্ড মারছে। কোনমতেই রিসাম হচ্ছে না। আপনার তো মাথায় হাত।
কুল ডাউন ম্যান। আমি আছি না। নো টেনশান..................
আমার ট্রিক্সটা কাজে লাগান রিসাম হবেই...।

১। উপরের চিত্রের দেখুন , সিলেক্ট করা ওই ভিডিওটা তিনদিন আগে ডাউনলোড দিয়েছিলাম কিন্তু ঘুমানোর সময় হয়ে গেল, প্রায় ১০০ মেগাবাইট বাকি ছিল। কিন্তু এই ১০০ মেগাবাইটের জন্য আর ল্যপটপ অন রাখতে মন চাইল না ।শত হলেও ফ্রি নেট তো মায়া দয়া নাই । তাই বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিলাম।ডাউনলোড হিস্টরিটাও কেন জানি তিনদিন ক্লিয়ার করা হয় নি কিন্তু আজ হঠাত মনে হল দেখি তো এই পদ্ধতি কাজ করে কিনা। দেখলাম ১০০ তে ১০০।

২। উপরের চিত্রের দেখুন, লিংক ব্রোকেন ফাইলটির উপরে মাউসের রাইট ক্লিক করুন। এখন refress download address এ ক্লিক করুন।

অপেক্ষা করুন। ব্রাউজারে ইউটিউব ভিডিওর পেজের লিংকটি ওপেন হবে।অপেক্ষা করুন যতক্ষন না Download This video লেখাটি আসে।আসলে, Download This video তে ক্লিক করুন। এবার খেয়াল করে, আপনি পূর্বে যত পিক্সেল এর ভিডিও ডাউনলোড দিয়েছিলেন তত পিক্সেলেই ক্লিক করবেন। আমি ৭২০ পিক্সেল দিয়েছিলাম তাই ৭২০ দেখিয়েছি।

উপরের চিত্রের মত যখন ডাউনলোডের পপ আপ উইন্ডো আসবে URL লেখার পাশের বক্সে মাউসের রাইট বাটনে ক্লিক করে Mark All করুন। আবার মাউসের রাইট বাটনে রাইট ক্লিক করে Copy করুন।
এবার ক্রস বাটন চেপে উইন্ডোটা এক্সিট করুন।

উপরের চিত্রের মতো আবার আইডিএম ওপেন করুন। দেখতেই পাচ্ছেন। লিংক ব্রোকেন লিংকটা। লিংকে ডাবল ক্লিক করুন।

উপরের চিত্রের মতো উইন্ডো আসবে Address লেখার পাশের বক্সে মাউসের রাইট বাটনে ক্লিক করে Mark All করুন। আবার মাউসের রাইট বাটনে রাইট ক্লিক করে Paste করুন। এবার OK বাটনে প্রেস করুন।

এখন ব্রোকেন লিংক্টির উপরে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করুন। Resume Download এ ক্লিক করুন।

আরে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ডাউনলোড তো Resume হয়ে গেছে!!
মজা তাই না!

আসলে ছোট একটা টিউনে বোধ হয় একটু বেশিই ভূমিকা নিয়ে ফেললাম। অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম। যাইহোক ভুলত্রুটি ক্ষমা করবেন। আজকে আসি। আবার কোন একদিন আরেকটা টিউন নি<img
য়ে হাজির হব। আর, টেকটিউনস এর সাথেই থাকুন

ফেসবুকে আমি Ridowan Hossain

Level 0

আমি রিদোয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ভাবেই আমি বেশিরভাগ ফাইল ডাউনলোড করে থাকি । বাট সবসময় এটা কাজ করে না ।

হুম!!!! তবে আমার একবারও সমস্যা হয় নি।

Level 0

vaia apni free net how use koren..conrtact korle sikhaben………..??? hlp