আপনার পেনড্রাইভটি কি U3 ? না হলে চলুন একে U3 এর মতো তৈরী করি

আজকাল কম বেশী সবার কাছে Pen Drive থাকে চলুন সেটাকে কাজে লাগাই ipod বা Mp3 Player হলেও চলবে । যাদের কাছে U3 Pen Drive আছে তাদের কিছু বলার সাহস আমার নাই আর যাদের আমার মতো Normal Pen Drive তাদের জন্য আমার এই টিউন । আপনার প্রিয় কিছু প্রোগ্রামকে Pen Drive এ ভরে রাখুন আর যখন আমার মতো এই সমস্যায় পড়বেন ব্যাস Pen Drive টি USB Port এ ঢুকিয়ে দিন সমস্যা সমাধান , দেখবেন আপনার ব্রাউজারের Bookmarks, settings, email সব কিছুই আছে যেমনটি ছিল আপনার নিজের কম্পিউটারে । Pen Drive টি যখন USB Port এ ঢুকাবেন দেখবেন Task bar এ একটি নতুন Lunched pad এর আর্বিভাব ঘটেছে এটির ব্যাবহার আপনারা নিজরোই করতে পারবেন ।আর আমার মনে হয় অনেকেই এটি ব্যাবহার করেন তবুও যদি একজনের কাজে লাগে তবে টিউনটি সার্থক হবে ।

pendrive.jpg

আপনি

এবার দেখি কি কি সফটওয়্যার এই প্যাকজে আছে একটি কথা বলতে ভুলে গেছি সেটি হলো সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি >>>>>>> (যাহারা নিজে সবকিছু জানতে চান )

Applications গুলো দেখুন

ডাউনলোড করার পর  ইনস্টল করার সময় Destination Folder Browse করে আপনার  Pen Drive কে দেখিয়ে দিবেন ।

usb-2.JPG

এবার দেখুন  Task Bar এ একটি নতুন Lunched pad এর আর্বিভাব ঘটেছে ।

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

rex ভাই U3 সম্পর্কে আমি আগে জানতাম না। এখন জানলাম। আপনার টিউনটা ভাল হয়েছে।

Level 0

vai amer pen drive ta format a kortay partse (RAW) file hoiya asay format hoin U3
software install korar por kesu den sue kor se poray virus dukar por r format
korty parse na jodi paran taholay upaigula bol ban plz…