সম্পূর্ণ নতুন কনফিগ দিয়ে PC তে জিপি দিয়ে ৩জি স্পিড এ ফ্রী নেট চালানোর ২ টা পদ্ধতি এবং https সাইট ব্রাউস হবে কোন সমস্যা ছারাই । এই টিউন মিস কইরেন না ।

সম্পূর্ণ নতুন কনফিগ দিয়ে PC তে জিপি দিয়ে ৩জি স্পিড এ  ফ্রী নেট চালানোর ২ টা পদ্ধতি এবং https সাইট ব্রাউস হবে কোন সমস্যা ছারাই । এই টিউন মিস কইরেন না ।

আসসালামু আলাইকুম। কেমন আসেন আপনারা?

অনেক দিন কোন ফ্রী নেট দেই না। আমাদের TipsTune24 এর  ফ্রী নেট গুরু সাগর ভাই  কুষ্টিয়া ছেরে চলে যাবে । তাই  আজ একটা পোস্ট দিলেন । এইটাই আপনাদের জন্য নিয়ে এসেছি ।

প্রথম এ মডেম এ gpwap দিয়া নেট কানেক্ট দিন।

এবার আপনার যেটা ভাল লাগে সেই ফাইল টা ডাউনলোড করুন।

1.Xt181PP Click Here

2.Simple Server Click Here

আপনারা এগুলা ব্যবহার করতে পারেন তাই আর বিস্তারিত লিখলাম না।

আপনি যদি xT181Pp ব্যবহার করেন তা হলে https সাইট এও ঢুকতে পারবেন।
ভালো লাগলে  ১ মিনিট খরচ করে একটা কমেন্ট করবেন। কেও কমেন্ট না করলে  খুব ই কস্ট পাই ।
যদি কোন যায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ফেসবুক এ msg দিবেন।
Facebook এ আমি > Farhan Sajid
ভাল থাকবেন আর সাগর ভাই এর জন্য দুয়া করবেন ।
আর এই রকম সব ফ্রী নেট সবার আগে পেতে আমাদের সাইট TipsTune24.Com নিয়মিত ভিসিট করবেন ।

Level 0

আমি সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফারহান সাজিদ । আমি ক্লাস ৮ এ পড়ি । আমার বয়স ১৪ ( জন্ম নিবন্ধন অনুযায়ী ১২ ) আইটি এর প্রতি রয়েছে প্রচুর আগ্রহ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানি না কাজ হবে কি না। এর আগে তো ২টাই ট্রাই করেছি। আবার দেখি কি হয়। কাজ করলে জানাবো।

Kaaaj Korbe Ki??

Level 2

thanks. Working

ধুর মন মেজাচ খারপ, ভাই নতুন কোন পদ্ধতি খুজে পাননা, বার বার একটা পোস্টি করেন, ফ্রি নেটের নতুন কোন পদ্ধতি বের করেন।

    @আব্দুল্লাহ আল বাকী: ভাই এই পদ্ধতি চলে না।

      @শাহিনুর আলম: আপনার এক্লার না চললেই কিভাবে বলে দেন যে এই পদ্ধতি কাজ করে না ? জারা চালাইতে পারে না ,তাদের টাই চলে না , উপ্রে দেখেন , redcard ভাই এর চলে

    @আব্দুল্লাহ আল বাকী: ভাই ,সবাই ত আর ফ্রী নেট চালানোর জন্য নতুন নতুন সফটওয়্যার বা সারভার তৈরি করে না ,একবার ফ্রী নেট চালানোর সার্ভার খুজার চেস্টা কইরেন ,দেখবেন কেমন লাগে । ১ সফট ডাউনলোড করে ফ্রী নেট ইউস করা সুরু করে দেন আপনারা । কিন্তু জানেন কত কস্ট আর test , experiment করতে হয় জারা এইগুলা দেয় তাদের?

কেউ বলবেন কাজ করছে কি এটা ?

এখানে কি কোন প্যাকেজ এক্টিভ করতে হবে না,কোন প্যাকেজ এক্টিভ করতে হবে সেটা বললে ভালো হত ,

    @তানভীন হাসান: Taka / Mb রাখবেন না ভাইয়া ,কেটে নিতে পারে ,আপনি যদি সফল ভাবে চলাতে পারেন তাহলে ২৫ টাকায় ৭৫ এমবি প্যাক টা নিয়ে ট্রাই করে দেখতে পারেন

দারুন ভুয়া। ভাই বাংলালিংক ফ্রী নেট দিন। তাদের ফেসবুক সারভার তো এখন ফ্রী। ১০ টাকার উপর প্যাকেজ ক্রয়ে।

    @শাহিনুর আলম: ভাই ,সবাই ত আর ফ্রী নেট চালানোর জন্য নতুন নতুন সফটওয়্যার বা সারভার তৈরি করে না ,একবার ফ্রী নেট চালানোর সার্ভার খুজার চেস্টা কইরেন ,দেখবেন কেমন লাগে । ১ সফট ডাউনলোড করে ফ্রী নেট ইউস করা সুরু করে দেন আপনারা । কিন্তু জানেন কত কস্ট আর test , experiment করতে হয় জারা এইগুলা দেয় তাদের? আর শুধু সার্ভার পাইলেই হয় না, আরো অনেক সেটিং আসে জেইগুলা করতে হয় । আপনাদের এই রকম ব্যাবহার এর জন্নই অনেকেই পদ্ধতি বার করলেও শেয়ার করে না । তারা কস্ট করে ট্রিক বার করবে আবার গালি ও শুনবে তাইনা?

ভাইয়া আপনি কি জানেন না 75 Mb প্যাক এর লিমিট 200 Mb

FIRE FOX এ কোনো সেটিংস লাগবে না ? ?

কিন্তু ভাই আমার ও চেক করা আছে 75 mb এর প্যাক এক 200 m পরে 2G হয়ে যাই

    Level 0

    @তানভীন হাসান: ভাই আপনি এক কাজ করতে পারেন মেয়াদ ছাড়া সিম এ এমবি লোড দেন।

Level 0

Firefox proxy 127.0.0.1 port 8080 আমি এটা অনেক দিন ধরে ব্যাবহার করতেছি। Its Working এটা কাজ করবে।

Level 0

এই সফটটা দিয়ে আমি অনেক দিন ধরেই ফ্রি নেট ব্যবহার করি। সকালে 5Mbps স্পিড থাকে, কিন্তু আস্তে আস্তে কমতে থাকে।

Level 0

ওয়ারড-প্রেসঃ >>> ব্রো টেলিটক কি ফ্রি নেট?

Level 0

ভাই কাজ করে কিন্তু ১০ ছেকেন্ড 1Mbps ৫০ ছকেন্ড 0Mbps

Level 0

ওয়ার্ডপ্রেস এক্সপার্ট @ ভাই আমি টেলিটকের ৭০০ টাকা ২৫ জিবি ইউস করি আমাদের এখানে টেলিটকের 3G নাই জিপির আছে তাই বল্লাম আর কি মনে কিছু নিবেন না।

    @masud147: আরে না ভাই ,কিছু মনে করমু কেন । ফ্রী নেট এর কথা আর কি কমু ভাই ,অনেক কস্ট করে চালাইতে হয় , / ার আমি ও ২৫জিবি প্যাক কিনসি

টেলিটক কি ফ্রি নেট?

ভাই টেলিটকের ৭০০ টাকায় ২৫ জিবি কি 3g package? R ক্যামনে নেয় ?

Level New

https site ki sotti i browse kora jabe ? onek din thekei ata use kori everyday 6 GB + download kori but https site colena ai ektai dukkho …. 🙁

virus scan by Norton

Level 2

vai teletalk er 25gb te speed kemon passen?

    @zubaer1995: ভালই । এইটা ২জি প্যাক । আমি idm ে ডাউনলোড স্পীড পাই 20-30 এর মদ্ধে ,মাঝে মাঝে কমে জায় ,আবার সাথে সাথে বেরে জায়

ভালো টিউন
Its working

2জি তে ক্যামন speed ?

ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ । কিন্তু হঠাত হঠাত করে স্পীড ০ হয়ে যায় । এর সমাধান কী?

@ওয়ার্ডপ্রেস এক্সপার্টঃ পরামর্শের জন্য ধন্যবাদ

vai kno jani amar hocce na . amar 2 gb 3G package newa ache , hocce na kno bujhte parchi na , apnake onek dhonnobad amader majhe share korar jonno ..