অনেক দিন কোন ফ্রী নেট দেই না। আমাদের TipsTune24 এর ফ্রী নেট গুরু সাগর ভাই কুষ্টিয়া ছেরে চলে যাবে । তাই আজ একটা পোস্ট দিলেন । এইটাই আপনাদের জন্য নিয়ে এসেছি ।
প্রথম এ মডেম এ gpwap দিয়া নেট কানেক্ট দিন।
এবার আপনার যেটা ভাল লাগে সেই ফাইল টা ডাউনলোড করুন।
1.Xt181PP Click Here
2.Simple Server Click Here
আপনারা এগুলা ব্যবহার করতে পারেন তাই আর বিস্তারিত লিখলাম না।
আপনি যদি xT181Pp ব্যবহার করেন তা হলে https সাইট এও ঢুকতে পারবেন।
ভালো লাগলে ১ মিনিট খরচ করে একটা কমেন্ট করবেন। কেও কমেন্ট না করলে খুব ই কস্ট পাই ।
যদি কোন যায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ফেসবুক এ msg দিবেন।
Facebook এ আমি > Farhan Sajid
ভাল থাকবেন আর সাগর ভাই এর জন্য দুয়া করবেন ।
আর এই রকম সব ফ্রী নেট সবার আগে পেতে আমাদের সাইট TipsTune24.Com নিয়মিত ভিসিট করবেন ।
আমি সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফারহান সাজিদ । আমি ক্লাস ৮ এ পড়ি । আমার বয়স ১৪ ( জন্ম নিবন্ধন অনুযায়ী ১২ ) আইটি এর প্রতি রয়েছে প্রচুর আগ্রহ ।
জানি না কাজ হবে কি না। এর আগে তো ২টাই ট্রাই করেছি। আবার দেখি কি হয়। কাজ করলে জানাবো।