প্রথমে জানে নিন কি কি লাগবে ,
১। জিপি সিম বন্ধু পেকেজ এ থাকতে হবে।
২। মডেম বা মোবাইল সাথে পিসি সুইট।
৩। XT181PP প্রক্সি সফটওয়্যার । ডাউনলোড লিঙ্ক
৪। প্রক্সি সেট করা যায় এমন যে কোন Browser.
৫। Download এর জন্য Internet Download manager.
এবার জানে নিন কিভাবে কি করতে হবে প্রথমে আপনার সিম এ কোন ইন্টারনেট পেকেজ থাকলে তা deactive করে নিন । deactive করার জন্য ডায়াল করুন *111*6*6#
এবার আপনার সিম টা ১৫ মিনিট এর মত বন্ধ রাখুন।
তারপর আপনার সিম এ ১২ টাকা রিচারজ করুন ।
এরপর Night time heave internet package active korun dial *500*30#
যখন দেখাবে পেকেজ active হয়েছে সিম টা খুলে আবার মডেম এ লাগান ।
এখন gpwap প্রোফাইল বানিয়ে কানেকশন দেন। এবার XT181pp টা চালু করে listen এ ক্লিক করুন। এবার ব্রাউজার ও IDM এ প্রক্সি সেট করুন। 127.0.0.0 পোর্ট ৮০৮০। আর ১ টা কথা আপনি জেই পেকেজ টা অ্যাক্টিভ করছেন সেইটা দিয়ে প্রক্সি ছারাও রাত ১২ থেকে সকাল ১০ পর্যন্ত ফুল স্পীড এ ডাউনলোড করতে পারবেন। ২ জিবি পর্যন্ত । আর যদি নেট স্লও মনে হয় তাহলে রার ফাইল এর ভিতর swapon.html নামের ১ টা ফাইল আছে সেইটা ১ টা ট্যাব এ সব সময় ওপেন করে রাখবেন। আর ১ টা কথা ৩জি না থাকলে স্পীড কম পাবেন। আর IDM এ যত বেশি ফাইল ডাউনলোড এ রাখবেন তত বেশি স্পীড পাবেন। আর ব্রাউজার হিসেবে cometbird ইউস করবেন । এবার ইচ্ছে মত বাশ দেন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। http://www.facebook.com/swaponmahmud
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, সকাল ১০ টার পর ও কি নেট চালানো যাবে?