আবারও জিপি ফ্রী নেট , 12 টাকায় ২৪ ঘন্টা জিপি তে সারা মাস ১ MBPS স্পীড ফ্রী ব্রাউস + Download

প্রথমে জানে নিন কি কি লাগবে ,

১। জিপি সিম বন্ধু পেকেজ এ থাকতে হবে।
২। মডেম বা মোবাইল সাথে পিসি সুইট।
৩। XT181PP প্রক্সি সফটওয়্যার । ডাউনলোড লিঙ্ক
৪। প্রক্সি সেট করা যায় এমন যে কোন Browser.
৫। Download এর জন্য Internet Download manager.

এবার জানে নিন কিভাবে কি করতে হবে প্রথমে আপনার সিম এ কোন ইন্টারনেট পেকেজ থাকলে তা deactive করে নিন । deactive করার জন্য ডায়াল করুন *111*6*6#
এবার আপনার সিম টা ১৫ মিনিট এর মত বন্ধ রাখুন।
তারপর আপনার সিম এ ১২ টাকা রিচারজ করুন ।
এরপর Night time heave internet package active korun dial *500*30#
যখন দেখাবে পেকেজ active হয়েছে সিম টা খুলে আবার মডেম এ লাগান ।
এখন gpwap প্রোফাইল বানিয়ে কানেকশন দেন। এবার XT181pp টা চালু করে listen এ ক্লিক করুন। এবার ব্রাউজার ও IDM এ প্রক্সি সেট করুন। 127.0.0.0 পোর্ট ৮০৮০। আর ১ টা কথা আপনি জেই পেকেজ টা অ্যাক্টিভ করছেন সেইটা দিয়ে প্রক্সি ছারাও রাত ১২ থেকে সকাল ১০ পর্যন্ত ফুল স্পীড এ ডাউনলোড করতে পারবেন। ২ জিবি পর্যন্ত । আর যদি নেট স্লও মনে হয় তাহলে রার ফাইল এর ভিতর swapon.html নামের ১ টা ফাইল আছে সেইটা ১ টা ট্যাব এ সব সময় ওপেন করে রাখবেন। আর ১ টা কথা ৩জি না থাকলে স্পীড কম পাবেন। আর IDM এ যত বেশি ফাইল ডাউনলোড এ রাখবেন তত বেশি স্পীড পাবেন। আর ব্রাউজার হিসেবে cometbird ইউস করবেন । এবার ইচ্ছে মত বাশ দেন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। http://www.facebook.com/swaponmahmud

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, সকাল ১০ টার পর ও কি নেট চালানো যাবে?

    @সুমন: না , সকাল 10টার পর থেকে ব্যাবহার করা যাবে না । কারন এই প্যাকেজ শুধু নাইট টাইম । আপনার উচিত্‍ রাত 12:15টার পর থেকে সকাল 9:45 পর্যন্ত ব্যাবহার করা ।

    @সুমন: 24 hours.

আমি নিজে Try না করে কোন কিছু বলি না। আর এই কমেন্ট ও করতেছি ফ্রী নেট দিয়া

Level 0

after sometimes not working.please provide correct proxy 127.0.0.1 or 127.0.0.0

127.0.0.1 ই হবে আর এই সেটিং দিয়া প্রক্সি সেট করা যায় এমন যে কোন সফটওয়্যার চালানু যাবে। আমি অ্যান্টিভাইরাস আপডেট । স্কাইপ , ও চালাই

সব চেয়ে বেশি স্পীড youtube থেকে ডাউনলোড এ ।

Level 2

জিপি নাইট প্যকেজ একটিভ বন্ধ করে দিয়েছে

স্বপন ভাই কনফিউসনে আছি আপনি টাইটেলে লিখছেন সারা মাস ১ এম্বিপিএস স্পীডে আর টিউনে লিখছেন ২ জিবি ব্যবহারের পর স্পীড কমে যাবে।
বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়।
নাকি আপনার দেয়া xtpd use করলে এক মাস ফুল ৩জি স্পীড পাবো?

২ জিবি আপনি ব্যাবহার করতে পারবেন প্রক্সি ছাড়া রাত ১২-10AM পর্যন্ত যেটা পেকেজ এর সাথে দিবে অর্থাৎ আপনার ১১.৪৯ টাকার বিনিময়ে কিনে নিবেন। আর এই পেকেজ এর মেয়াদ টা কাজে লাগিয়ে প্রক্সি দিয়ে ফ্রী ইউস করা যায়।

@G2: সমস্যা নাই অন্য যেকোনো ৩জি পেকেজ কিনে এই পদ্দতিতে ফ্রী চালাতে পারবেন ।

Level 2

Bahi proxy diye kivabe Skype chalabo janaben pls?

Level 2

abr ajke apnader jalay pakage e off ar jalayen na amder haire public eigula tectune e share korle offer close kore dey ar uni free net share koren mha pondit

    @sany10: আমার মনে হয় আমি আপনার চেয়ে ১টু বেশি বুঝি তাই এখানে পোস্ট দিছি। আপনি পারলে আমার পোস্ট ডিলিট করে দিন ।

Level 0

ভাই আমি তো এটা আতগ জানতাম তবে এখন এটা স্পিড দেয় না *১১১*৬*১*২*৪# দিন আর সিমে ২৩ টাকা রাখুন তা হলে ভাল কাজ করবে।

@saeedrony: প্রথমে tools এ যান সেখান থেকে connection option > connection > https> host=127.0.0.1 , Port= 8080 এরপর save করে skype টা এক্সিট করে আবার ওপেন করুন ।

plz help mee ami night active korte parchina
bar nar ei msg diche (Dear Customer, 3G Heavy Night Time (P3) pack cannot be activated due to technological up gradation at this moment. Sorry for the inconvenience)

ha 24 hours use kora jabe Tg http diye

ট্রাই করে দেখি কাজ হয় কিনা। !
মুভি Download করার জন্য ভালো কনো সাইট দিতে পারবেন ? আমার কাছে যা আছে ওই গুলা থেকে download করা হয়েগেছে । কিছু পাইতেছিনা download করতে ।

Level 0

স্বপন মাহমোদ ভাই এই পিপি টা আমি আনলক করছি। আর এই পিপি টা ফার্স্ট সাগর মোড করছিলো। ওর নাম টা ক্রেডিট দিতে পারতেন।

    @abmurad: ভাই আমি কিন্তু বলি যে এটা আমি মোড করছি আর প্রোফাইল এ সাগর ভাই এর নাম দেয়া আছে তাই দেই না। sorry for that .

Level 2

ফাউল কথা বাদ দিয়ে আসল কথা কই,আসল কথা হল ফ্রী নেট চলছে তাও আবার ৪ এম বি স্পীড…ভালই,আর আপনার এত তর্ক করেন কেন,না চেষ্টা করে কমেন্ট করেন …।

এর চেয়ে TG দিয়ে ভাল স্পীড।

Level 0

not working man

Ai server (http://202.56.4.225/gpwap/xmls/pms.css)
Ato poran server dia speed kocho paiben ……Amr Speed ato na 300-400 but er jonno amke night time nite hoinei……

    @ShaOn KrisTof: ভাই কচু পামু নাকি কচুর লতি পামু সেটা আমি জানি আর যারা পাইতাছে তারা জানে। thanks for the comment

নতুন ১ টা ব্লগ বানাইতাছি movie download er jonno দেখেন ত কেমন হইতাছে । http://worldsfreemovies.blogspot.com/

Package to kinte parina vai. Dear Customer, 3G Heavy Night Time (P3) pack cannot be activated due to technological up gradation at this moment. Sorry for the inconvenience). Shomadan den.

    Level 2

    @Nazmul Haque:

    একি সমস্যা। অন্য প্যাকেজ এ কাজ হবে না ?

wait korte hobe @Nazmul Hoque