কেমন চলছে আপনাদের সবার? আশা কারি ভালোই চলছে। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন। তাহলে বাড়বে আপনার উদ্ভাবনী শক্তি। জানেনতো অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা।অনেক উপদেশ ঝাড়লাম। কারন বিষয় গুলো আমাকে অনেক প্রভাবিত করে। কিছু মনে কবেন না।
কাজের কথায় আসি।
আমরা সবাই অফিস প্রোগ্রাম ব্যবহার করে থাকি। MS Office Professional Plus 2010 অফিস প্রোগ্রামের খুবই ভালো একটি ভার্সন। তবে অসুবিধা হলো ৩০ দিনের মধ্যে যদি এটাকে এক্টিভেট করা না হয় তবে এটি দিয়ে আর কাজ করা যায় না।
তখন আবার Uninstall নতুন করে Install করতে হয়।
*এই সমস্যা থেকে রেহাই পেতে হলে আপনাকে অবশ্যই অফিস প্রোগাম এক্টিভেট করতে হবে।
*এই জন্য আপনার কম্পিউটারে MS Office Professional Plus 2010 থাকতে হবে। তবে তা Beta version না হলেই ভালো।
*এরপর MS Word চালু করুন এবং File menu তে ক্লিক করুন।
*মেনুর একে বারে নিচে word ক্লিক করুন
এই মেনুর Change Product Key অপশনে ক্লিক করুন।
এখন নতুন একটি Dialogue Box আসবে এখানে আপনার Vaild Product key দিন। এই সময় আপনার ইন্টারনেট সংযোগ অবশ্যই চালু থাকতে হবে।
আপনার কাছে কি Valid Product key আছে? না থাকলে এখান থেকে ডাউনলোড করুন।
বাটনে click করুন।
আপনাকে আর কিছু করতে হবে না। ইন্টারনেট সংযোগের মধ্যমে আপনার MS Office Professional Plus 2010 এক্টিভেট হযে যবে
এত কিছু করেও যদি কাজ না হয় তবে আপনি নিচের ডাউনলোড করে কাজ করতে পরেন আরো সহজে।
ধন্যবাদ সবাইকে।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এক কয়জন ব্যবহার করতে পারবে??????
http://earnamin.cz.cc/