গ্রামীন ফোনের নব্য ক্যাচাল। আর আমার কিছু ক্যাচাল

রিটার্ন করলাম ধরে নেন, কজন দেখলাম বলছেন টিটি খালি হয়ে গেছে, ভুল, আমরা পুরনো রা হয়তো প্রফেশনাল লাইফে একটু বেশী ই ব্যাস্ত হয়ে গেছি, সো সময় দিতে পারি না আর আগের মত। তবু আমার জানা মতে কেউ মরেন নাই। বেচে আছেন, ব্যাস্ত আছেন।

সকালে ফোন দিতে গিয়ে দেখি টাকা নাই, শরীর ভালো না, সেইভাবেই উঠে যেয়ে ৫০ টাকা লোড দিয়ে কথা শেষ করলাম। ফোন ব্যালেন্স অবশিষ্ট থাকলো ৯ টাকা+ কিছু পয়সা। আমার বন্ধু প্যাকেজ, কাউরে ফোন দিলে ( ইভেন জিপি নাম্বারেও ) কোপায় ফালায় আমাকে।

যাক, গল্পে ফেরত আসি। আরেক টা নাম্বারে ফোন দিলাম, বলতেছে “ এই কলটির সর্বনিম্ন মুল্য আপনার বর্তমান ব্যালেন্স কে অতিক্রম করবে “ ।

ফোন কাটার পরে দেখায় কয়টাকা কাটলো,কত থাকলো। মাত্র দেখলাম টাকা আছে, টাকা গেলো কই !

এনাদের বিজনেস পলিসি আমার বোধগম্য না, কোন কারনে টাকা কেটে রাখছে মনে হয়, তাদের প্যাটে ক্ষিদা বেশী তো। লোন নেয়ার জন্য *1010*1# এ ফোন দিলাম। বলতেছে সর্বনিম্ন ২ টাকার নিচে থাকলে লোন দেবেন না তারা।উল্লেখ্য আমি মনে হয় জিপি স্টার, আমাকে তারা ২০ টাকা লোন দেন। কবে থেকে, কেমনে আমি কিছুই জানি না, একদিন ফোনে ২০ টাকা রিচার্জ করার পর বেশ কয়টা এক্সপেরিমেন্ট করে বের করা লাগছে।

মানে কি ! আমার ফোনে টাকা আছে তাহলে ! আবার ব্যালেন্স চেক করলাম, নাহ ! সে ৯ টাকাই আছে, তবু কোথায় ফোন যাচ্ছে না, বারবার যেই ভয়েস টা শুনলে মেজাজ খারাপ হয়, তিনি বলতেছেন টাকা নাই, রিচার্জ করেন।

মানে আমার ফোনে টাকা থাকা সত্তেও আমার সাথে ফাজলামী শুরু করছেন। আমি অনেক বার ট্রাই করলাম, নাহ সেইম সমস্যা। মনে মনে পুরনো ডায়ালগ কবার দিলাম, ফাজলামী ডট কমের ফাউন্ডার আমি, আমার সাথেই ফাজলামী ?

একরকম বাধ্য হয়েই আবার রিচার্জ করলাম, তারপরে ফোন গেলো। হু আমি থেমে ছিলাম না, খুজে বের করছি আরেক টা সমাধান, এন্ড্রয়েড ফোনের ডাটা কানেকশন অফ করে সেট রি স্টার্ট করলে সম্ভবত সমস্যা টা তখনকার মত থাকে না

আরেক টা বাজে ব্যাপার হইলো কল ড্রপ। মানে কথা কইতে কইতে হুট করে কেটে যাওয়া। বাংলালিঙ্ক এই সমস্যা দেখে প্রতি কল ড্রপ এর জন্য এক মিনিট করে বোনাস দিতে শুরু করার পর জিপি ও শুরু করছে। কল আপনার অনিচ্ছায় কেটে গেলে মিনিট বোনাই পাইবেন। এটা কবে শুরু হইলো, কেমনে জানি না, আজ ফোন কেটে গেছিলো একবার, তখন নোটিফিকেশন পাইছি।

ফ্রি ফেসবুক নিয়া আমি টিউন করছিলাম, লেখা টা আরো কয়েক টা সাইট আর দু চার টা অনলাইন নিউজ পেপারেও পাবলিশ হইছে, আমাকে কেউ জিগেস ও করে নাই, হোক তা, ব্যাপার না, ভালো কাজ হইছে, জিপি বন্ধ করে দিছিলো ফ্রি ফেসবুক। তবু সেই পুরানা কেস, কোন ঘোষনা ছারাই। এক রাতে অনেক টাকা খেয়ে ফেলছে এরা মানুষের। আর কত ? এদের এত ক্ষিদা কেন ?

বাংলালায়ন , একটা প্রহসনের নাম। অনেক দিন আগে লিখছিলাম, কাজে বাইরে যেতে হয়, তো সুধু ব্রডব্যাণ্ড নেট দিয়ে চলে না। বাধ্য হয়েই জিপি মডেম নিছি গতমাসে। সে নেট নিজে থেকে ডিসকানেক্ট হচ্ছে একবার, ০.০০ স্পিড হচ্ছে,আরো হাজার টা সমস্যা। এগুলো নিয়ে আরেক দিন লিখবো। আজকের মত বাই।

পোস্ট টি আগে http://www.Fajlami.com এ প্রকাশিত। আমার টেকটিউন্স আপডেট পাবেন আমার ফেসবুকে। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গ্রামীন এর নাইট টাইম আনলিমিটেড এ ২জিবি ফুরনোর আগেই এখন স্পিড ০.০০ kbps হয় অধিকাংশ সময়, অথচ স্পীড থাকার কথা ১mbps । হারামি বললেও তো হারামির অপমান হয়, এই জঘন্য গ্রামীনফোনকে।
যাই হোক, আপনার লেখা পড়ে ভাল লাগল।

grameen ekta madersod company

বন্ধু প্যাকেজ এ গিয়ে আমারও একই অবস্থা , কথা বললেই টাকা শেষ , আছি কেবল ফ্রী নেট এর জন্য ।

জিপির দোষ তো আছেই,তবে বাংলালিংক রে ভালো কইতে কইতে গতকাল আমায় 100 tk. বাঁশ দিছে,121 এ ফোন দিলে কয় আপনি+44………….এই number e বারবার SMS করেছেন.

ভাই, গালাগালি কইরেন না, কুকুর কামর দিলে মানুষ হয়ে আমাদের উলটো কামর দেয়া শোভা পায় না। আমরা বরং লাথি মারতে পারি। ধন্যবাদ

এত দোষ জিপির তার পর ও সেটা use করি…
টেলিটক সিম কিনব।। বাট টেলিটক সিম পাই না… কি করব আপনারাই বলেন

ভাই আপনার এফবি ফ্রি দেওয়া প্রসঙ্গে লেখাটি পড়ে ছিলাম, আমার কাছে অনেক ভাল লেগেছিল।বাট ইচ্ছা থাকা সত্তেও কমেন্ড করতে পারিনি। আপনারা শহুরে মানুষ, আপনাদের অনেক অপশন থাকে ট্রাই করার মতো। আমাদের একটায় অপশন, সো নাই মামার চেয়ে কানা মামা ভাল, আমার কাছে মনে হয়, ভুল হলে ক্ষমা করবেন।
আর হ্যা, বতমান জিপি নিচিন্ত প্যাকেজ আমার কাছে অনেক ভাল মনেহয়।

গত রাতে আমার ২২ টাকা কেটে নিয়েছে, আর এই টাকা কাটার যে কারন বলেছে, সেটা শুনলে হাসতে হাসতে পাগল হইয়ে যেতে পারেন, তাই বললাম না 😀 😀 ;D

আর হ্যা, কোন কোম্পানি কেই ভালো বলার কারন দেখতে পাচ্ছিনা, কারন সবাই ই কম বেশি ফাইজলামি করে। তবে রবি অপেক্ষা কৃত কম করে সম্ভবত…

লাভ ছাড়া কিছু বোঝে না 😛

আমি ১১ টাকার night unlimited pakage টা নিছি…। কিন্তু connect দিলে স্পীড থাকে আবার ১ মিনিট পর স্পীড ০০ হয়ে যাই ।আবার connect/disconnect করা লাগে ।।ফালতু একটা কম্পানি GP…../

Level 0

gp unlimited 2gb package er akhon speed e nai….purai bash 🙁

korar kisu nai re vai

Level 0

অনেক সিনেমায় দেখা যায়, নায়ক ভিলেনের হাতে অনবরত নিষ্পেষিত হচ্ছে। কিন্তু নিজের বিবেক আর বাবামায়ের নিষেধাজ্ঞার কারণে প্রতিশোধ নিতে পারেনা। কিন্তু একটা সময় অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায়। তখন ঐ বাবামাই তাকে আইন হাতে তুলে নিতে বলে। অধিকাংশ সিনেমায় অবশেষে নায়কের হাতে ভিলেন শায়েস্তা হয়।
আমরা কোন সিনেমা নাটকের কুশিলব নই। তাই শত নিষ্পেষণের পরেও শুধু উপরওয়ালার কাছে বিচার দেওয়া আর ক্ষোভে নিজের মাথার চুল ছেড়া ছাড়া আমাদের আর কোন উপায় থাকেনা।
আমাদের তরুণদের মাঝে কি এমন কেউ নেই বা এমন তরুণগোষ্ঠী নেই যারা এই মোবাইল অপারেটর ভিলেনগোষ্ঠীকে শায়েস্তা করতে পারে? শাস্তি চাই, স্রেফ শাস্তি। কোন মাদারচোদ এখানে উপদেশ দিতে আসবেননা। উপদেশ থাকলে আলাদা পোস্ট দিয়ে জাতিকে ধন্য করেন, যান। এখানে কথা বলুন পোড়খাওয়ারা। তরুণরা এগিয়ে আসুন। ঐশালাদের শায়েস্তা করার উপায় বের করুন। নিজেদের মধ্যে আলাদা যোগাযোগ গড়ে তুলুন। বাঁশ দেওয়ার জন্য ভার্চুয়াল ল্যাব গড়ে তুলুন। যেন তেন বাঁশ নয়। একেবারে সিলেটের বরাক বাঁশ বা চিৎমরং এর ঢোল বাঁশ। শালাদের কাছে আমরা কোন করুণা চাই না। কিন্তু মাদারচোদের কোন ক্ষমা নয়, নো মার্সি।