রিটার্ন করলাম ধরে নেন, কজন দেখলাম বলছেন টিটি খালি হয়ে গেছে, ভুল, আমরা পুরনো রা হয়তো প্রফেশনাল লাইফে একটু বেশী ই ব্যাস্ত হয়ে গেছি, সো সময় দিতে পারি না আর আগের মত। তবু আমার জানা মতে কেউ মরেন নাই। বেচে আছেন, ব্যাস্ত আছেন।
সকালে ফোন দিতে গিয়ে দেখি টাকা নাই, শরীর ভালো না, সেইভাবেই উঠে যেয়ে ৫০ টাকা লোড দিয়ে কথা শেষ করলাম। ফোন ব্যালেন্স অবশিষ্ট থাকলো ৯ টাকা+ কিছু পয়সা। আমার বন্ধু প্যাকেজ, কাউরে ফোন দিলে ( ইভেন জিপি নাম্বারেও ) কোপায় ফালায় আমাকে।
যাক, গল্পে ফেরত আসি। আরেক টা নাম্বারে ফোন দিলাম, বলতেছে “ এই কলটির সর্বনিম্ন মুল্য আপনার বর্তমান ব্যালেন্স কে অতিক্রম করবে “ ।
ফোন কাটার পরে দেখায় কয়টাকা কাটলো,কত থাকলো। মাত্র দেখলাম টাকা আছে, টাকা গেলো কই !
এনাদের বিজনেস পলিসি আমার বোধগম্য না, কোন কারনে টাকা কেটে রাখছে মনে হয়, তাদের প্যাটে ক্ষিদা বেশী তো। লোন নেয়ার জন্য *1010*1# এ ফোন দিলাম। বলতেছে সর্বনিম্ন ২ টাকার নিচে থাকলে লোন দেবেন না তারা।উল্লেখ্য আমি মনে হয় জিপি স্টার, আমাকে তারা ২০ টাকা লোন দেন। কবে থেকে, কেমনে আমি কিছুই জানি না, একদিন ফোনে ২০ টাকা রিচার্জ করার পর বেশ কয়টা এক্সপেরিমেন্ট করে বের করা লাগছে।
মানে কি ! আমার ফোনে টাকা আছে তাহলে ! আবার ব্যালেন্স চেক করলাম, নাহ ! সে ৯ টাকাই আছে, তবু কোথায় ফোন যাচ্ছে না, বারবার যেই ভয়েস টা শুনলে মেজাজ খারাপ হয়, তিনি বলতেছেন টাকা নাই, রিচার্জ করেন।
মানে আমার ফোনে টাকা থাকা সত্তেও আমার সাথে ফাজলামী শুরু করছেন। আমি অনেক বার ট্রাই করলাম, নাহ সেইম সমস্যা। মনে মনে পুরনো ডায়ালগ কবার দিলাম, ফাজলামী ডট কমের ফাউন্ডার আমি, আমার সাথেই ফাজলামী ?
একরকম বাধ্য হয়েই আবার রিচার্জ করলাম, তারপরে ফোন গেলো। হু আমি থেমে ছিলাম না, খুজে বের করছি আরেক টা সমাধান, এন্ড্রয়েড ফোনের ডাটা কানেকশন অফ করে সেট রি স্টার্ট করলে সম্ভবত সমস্যা টা তখনকার মত থাকে না।
আরেক টা বাজে ব্যাপার হইলো কল ড্রপ। মানে কথা কইতে কইতে হুট করে কেটে যাওয়া। বাংলালিঙ্ক এই সমস্যা দেখে প্রতি কল ড্রপ এর জন্য এক মিনিট করে বোনাস দিতে শুরু করার পর জিপি ও শুরু করছে। কল আপনার অনিচ্ছায় কেটে গেলে মিনিট বোনাই পাইবেন। এটা কবে শুরু হইলো, কেমনে জানি না, আজ ফোন কেটে গেছিলো একবার, তখন নোটিফিকেশন পাইছি।
ফ্রি ফেসবুক নিয়া আমি টিউন করছিলাম, লেখা টা আরো কয়েক টা সাইট আর দু চার টা অনলাইন নিউজ পেপারেও পাবলিশ হইছে, আমাকে কেউ জিগেস ও করে নাই, হোক তা, ব্যাপার না, ভালো কাজ হইছে, জিপি বন্ধ করে দিছিলো ফ্রি ফেসবুক। তবু সেই পুরানা কেস, কোন ঘোষনা ছারাই। এক রাতে অনেক টাকা খেয়ে ফেলছে এরা মানুষের। আর কত ? এদের এত ক্ষিদা কেন ?
বাংলালায়ন , একটা প্রহসনের নাম। অনেক দিন আগে লিখছিলাম, কাজে বাইরে যেতে হয়, তো সুধু ব্রডব্যাণ্ড নেট দিয়ে চলে না। বাধ্য হয়েই জিপি মডেম নিছি গতমাসে। সে নেট নিজে থেকে ডিসকানেক্ট হচ্ছে একবার, ০.০০ স্পিড হচ্ছে,আরো হাজার টা সমস্যা। এগুলো নিয়ে আরেক দিন লিখবো। আজকের মত বাই।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
গ্রামীন এর নাইট টাইম আনলিমিটেড এ ২জিবি ফুরনোর আগেই এখন স্পিড ০.০০ kbps হয় অধিকাংশ সময়, অথচ স্পীড থাকার কথা ১mbps । হারামি বললেও তো হারামির অপমান হয়, এই জঘন্য গ্রামীনফোনকে।
যাই হোক, আপনার লেখা পড়ে ভাল লাগল।