কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। অনেকের বলে গেমের স্ক্রীনশট তুলতে সমস্যা হয়। তাই এ নিয়ে লেখা 🙂
১. প্রথমে Fraps ডাউনলোড করেন এখানে
২. যথারীতি Install........
৩. তারপর ওপেন
৪. এখন আসল কাজ। Tutorial... একটা ছবি দিলাম।
৫. Folder to save screenshots in এখানে স্ক্রীনশট যেখানে সেভ হবে সেটা দিতে হবে। আমি আপাতত ডেক্সটপ দিছি
৬. স্ক্রীনশট তোলার জন্য ডিফল্ট ভাবে F10 ও গেম ভিডিও করার জন্য F9 দেয়া আছে। ইচ্ছামত পরিবর্তন করা যাবে।
৭. তবে Image Format Change করা যাবে না। ৩৭$ দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে 🙁
৮. গেম চালানোর পর স্ক্রীনশট তোলা হল হট কী দিয়ে। এখন একটু চালাকি। যেখানে সেভ হয়েছে তা হল BMP ফরমাট। Right Click করে Open with>>Choose Default Program দিয়ে Windows Photo Viewer দিতে হবে। Open With>>Windows Photo Viewer দিলে ফরমাট সেভ থাকবে না
পূর্বে প্রকাশ করেছিলাম আমার ব্লগ ইমতিয়ার.ব্লগস্পট.কম এ
ফেসবুকে আমাকে ফলো করতে পারেন এখানে।
ধন্যবাদ...।
আমি ইমতিয়ার আখতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফুল ভার্সন পেলে ভাল হত ।