মাত্র ৬৯৯ টাকায় ক্যাসপারস্কি এন্টি ভাইরাস ব্যবহার করুন যতগুলোখুশি ততগুলো কম্পিউটারে

এটি আমার প্রথম টিউন। কিন্তু আমি টেকটিউনস এর সাথে আছি অনেক দিন ধরে। টেকটিউনস এর কাছে আমি কৃতজ্ঞ।অনেক কিছু শিখেছি এবং শিখছি আমার প্রিয় টিউনার ভাইদের কাছ থেকে।

যা হোক এখন কাজের কথায় আসি; আমরা এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করি কম্পিউটারকে ভাইরাস এর হাত থেকে নিরাপদে রাখার জন্য। তবে এর প্রথম শর্ত হলো এন্টি ভাইরাস সফটওয়্যার এর ডাটাবেজ নিয়মিত আপডেট করতে হবে।

এন্টি ভাইরাসের পারফরমেন্স এর দিক থেকে ক্যাসপারস্কি অনেক এগিয়ে। ক্যাসপারস্কি এন্টি ভাইরাস ২০১০এর মূল্য 1PC 699 tk. টাকা। ইহা সাধারণত ১টি পিসিতেই ব্যবহার করা যায়।কিন্তু আপনার যদি একাধিক পিসি থাকে সেক্ষেত্রে একাধিক সফটওয়্যার ক্রয় করা অনেক ব্যয়বহুল হয়ে যায়। যদিও ক্যাসপারস্কি ১ মাস ট্রায়াল ভার্সন হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু তা ৩০ দিন পর নিষ্ক্র্রিয় হয়ে পড়ে। ইহা আর ভাইরাস স্ক্যান করার কাজে লাগে না।

আমরা ইচ্ছে করলে একটু বুদ্ধি করে ১টি ক্যাসপারস্কি এর সিরিয়াল নম্বর যত গুলো খুশি ততগুলো পিসিতে ব্যবহার করতে পারি। এখানে উল্লেখ্য যে, আমাদের ক্যাসপারস্কি এর ফুল ভার্সন ব্যবহার করার মূল্ উদ্দেশ্য হলো নিয়মিত ভাইরাস এর ডাটাবেজ হালনাগাদ করা।

ধাপ-১: প্রথমে আপনি আপনার পিসি-১ এ ক্যাসপারস্কি এন্টি ভাইসার সেট আপ করুন এবং আপনার ক্রয়কিত লাইসেন্স নম্বরটি দিয়ে এটি Active করুন এবং ইন্টারনেট এর মাধ্যমে Update করুন।

ধাপ-২: পিসি-১ এ ভাইরাস এর ডাটাবেজ আপডেট হয়ে গেলে You are Protected দেখাবে।

পিসি-১ এ

Unlimited Kaspersky use

মাত্র ৬৯৯ টাকায় ক্যাসপারস্কি এন্টি ভাইরাস ব্যবহার করুন যতগুলোখুশি ততগুলো কম্পিউটারে

ধাপ-৪

>pc-1 এ Kaspersky Anti-Virus is not activated দেখাবে। কিন্তু এর সকল অপশন সক্রিয় থাকবে।

এবার পিসি-২ এ

Unlimited Kaspersky use

ধাপ-৫

মাত্র ৬৯৯ টাকায় ক্যাসপারস্কি এন্টি ভাইরাস ব্যবহার করুন যতগুলোখুশি ততগুলো কম্পিউটারে

ধাপ-৬

মাত্র ৬৯৯ টাকায় ক্যাসপারস্কি এন্টি ভাইরাস ব্যবহার করুন যতগুলোখুশি ধাপ-৭

Kav Active

ধাপ-৮

ধাপ-৮

ধাপ-৯
ধাপ-৮

অনুরূপ ভাবে আপনি যতগুলি খুশি ততগুলো কম্পিউটারে ১টি লাইসেন্স কী ব্যবহার করে ক্যাসপারস্কি এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন। এই প্রক্রিয়া আপনি Kaspersky Internet Security-তে ব্যবহার করতে পারবেন। টিউনটি ভাল লাগলে মন্তব্য করবেন। চেষ্টা করব নতুন নতুন টিউন নিয়মিত ভাবে করতে।

ধন্যবাদ; আমার টিউনটি পড়ার জন্য।

Level 0

আমি Anta Kapur Bipul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি নতুন কিছু করতে। ভাল কিছু নিয়ে থাকতে। মানুষের ভাল করতে। ভালবাসি মানুষের উপকার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা! মানে এভাবে আমি আসলে বার বার বিভিন্ন পিসি তে সিরিয়াল নাম্বারগুলো ঢুকিয়ে আপডেটের কাজটা সেরে নিলাম!!! বেশ তো … থ্যাঙ্কস

    হ্যাঁ, ঠিক তাই।

    Level 0

    একটু সংশোধন
    আপনি একটা লাইচেন্সড কপি লিমিটেদ টাইম মানে ৭-৮ বার একটিভেট করার পর তা আর একটিভেট করতে পারবেননা,
    মানে দাড়াল ১ পিসিতেই হোক আর সেভারেল পিসিতেই হোক লিমিটেড টাইম (৭-৮ বার প্রায়) একটিভেট হবে তারপর এটা আর ভেলিড হবেনা

    ধন্যবাদ

    Level 0

    আর একসাথে যদি একই লাইচেন্স সেভারেল পিসিতে পায় মানে ২ ইন ১ তাইলেতো সাথে সাথেই ব্লক

টেকটিউনসে স্বাগতম।

Level 0

ধন্যবাদ আপনাকে , কাজে লাগবে । ভাই মাথা টা আরেকটু খাটান ১ বছরের লাইসেন্স দিয়ে কিভাবে ৫ বছর ব্যবহার করা যায় ।

    Level 0

    চালিয়ে যান আরো টিউন আসা করি ।

Level 0

স্বাগতম

Level 0

স্বাগতম টেকটিউনসে

    ভাইয়া, আমি এখন পর্যন্ত ৬ বার ছয়টি কম্পিউটারে ব্যবহার করছি। প্রতিটিতে আপডেট শেষে সঙ্গে, সঙ্গে কী-টি মুছে ফেলি। আজ প্রায় ১ মাস ধরে আমি এইভাবে কাজ চালাচ্ছি। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। আর কখনোও একসঙ্গে দু’টি পিসিতে এক কী ব্যবহার করিনা এমনকি অনলাইনেও রাখি না।

ধন্যবাদ শেয়ার করার জন্য।আচ্ছা ভাই এই দামে কিভাবে অনলাইন থেকে লাইসেন্স কিনতে পারি জানাবেন please।

ভাল বুদ্ধি।

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

Brother please wait 2-3 days both of your PC will be terminated by kaspersky lab& your kaspersky icon will turn into blac&white colour.

    Brother i using kav in 6 pc in this process in last 1 month. i can’t on line 2 pc at this time. thanks ur good comment.

Level 0

ফাকিদেওয়ার দারুন বুদ্ধি। স্বাগতম টিটিতে।

valo Idea . . .

Kaspersky Internet Security 2012 দুইটা পিসি-তে ৪/৫ মাস ধরে ১টা কী ইউজ করছি। কোন সমস্যা এ পর্যন্ত হয়নি।