এটি আমার প্রথম টিউন। কিন্তু আমি টেকটিউনস এর সাথে আছি অনেক দিন ধরে। টেকটিউনস এর কাছে আমি কৃতজ্ঞ।অনেক কিছু শিখেছি এবং শিখছি আমার প্রিয় টিউনার ভাইদের কাছ থেকে।
যা হোক এখন কাজের কথায় আসি; আমরা এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করি কম্পিউটারকে ভাইরাস এর হাত থেকে নিরাপদে রাখার জন্য। তবে এর প্রথম শর্ত হলো এন্টি ভাইরাস সফটওয়্যার এর ডাটাবেজ নিয়মিত আপডেট করতে হবে।
এন্টি ভাইরাসের পারফরমেন্স এর দিক থেকে ক্যাসপারস্কি অনেক এগিয়ে। ক্যাসপারস্কি এন্টি ভাইরাস ২০১০এর মূল্য 1PC 699 tk. টাকা। ইহা সাধারণত ১টি পিসিতেই ব্যবহার করা যায়।কিন্তু আপনার যদি একাধিক পিসি থাকে সেক্ষেত্রে একাধিক সফটওয়্যার ক্রয় করা অনেক ব্যয়বহুল হয়ে যায়। যদিও ক্যাসপারস্কি ১ মাস ট্রায়াল ভার্সন হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু তা ৩০ দিন পর নিষ্ক্র্রিয় হয়ে পড়ে। ইহা আর ভাইরাস স্ক্যান করার কাজে লাগে না।
আমরা ইচ্ছে করলে একটু বুদ্ধি করে ১টি ক্যাসপারস্কি এর সিরিয়াল নম্বর যত গুলো খুশি ততগুলো পিসিতে ব্যবহার করতে পারি। এখানে উল্লেখ্য যে, আমাদের ক্যাসপারস্কি এর ফুল ভার্সন ব্যবহার করার মূল্ উদ্দেশ্য হলো নিয়মিত ভাইরাস এর ডাটাবেজ হালনাগাদ করা।
ধাপ-১: প্রথমে আপনি আপনার পিসি-১ এ ক্যাসপারস্কি এন্টি ভাইসার সেট আপ করুন এবং আপনার ক্রয়কিত লাইসেন্স নম্বরটি দিয়ে এটি Active করুন এবং ইন্টারনেট এর মাধ্যমে Update করুন।
ধাপ-২: পিসি-১ এ ভাইরাস এর ডাটাবেজ আপডেট হয়ে গেলে You are Protected দেখাবে।
পিসি-১ এ
ধাপ-৪
>pc-1 এ Kaspersky Anti-Virus is not activated দেখাবে। কিন্তু এর সকল অপশন সক্রিয় থাকবে।
এবার পিসি-২ এ
ধাপ-৬
ধাপ-৭
ধাপ-৮
অনুরূপ ভাবে আপনি যতগুলি খুশি ততগুলো কম্পিউটারে ১টি লাইসেন্স কী ব্যবহার করে ক্যাসপারস্কি এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন। এই প্রক্রিয়া আপনি Kaspersky Internet Security-তে ব্যবহার করতে পারবেন। টিউনটি ভাল লাগলে মন্তব্য করবেন। চেষ্টা করব নতুন নতুন টিউন নিয়মিত ভাবে করতে।
ধন্যবাদ; আমার টিউনটি পড়ার জন্য।
আমি Anta Kapur Bipul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি নতুন কিছু করতে। ভাল কিছু নিয়ে থাকতে। মানুষের ভাল করতে। ভালবাসি মানুষের উপকার করতে।
আচ্ছা! মানে এভাবে আমি আসলে বার বার বিভিন্ন পিসি তে সিরিয়াল নাম্বারগুলো ঢুকিয়ে আপডেটের কাজটা সেরে নিলাম!!! বেশ তো … থ্যাঙ্কস