আমরা যারা ইন্টারনেট ছাড়া একদিনও চলতে পারি না, তারা কম-বেশি সবাই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে ফেসেবুকের পাশাপাশি স্কাইপি ব্যাবহার করে থাকি । (আমি আবার স্কাইপির সাথে ফেসবুক অ্যাড করে নিছি, যাতে করে সকল চ্যাট স্কাইপিতেই করতে পারি । হোমপেজে স্কাইপি এবং ফেসবুকের সকল আপডেট গুলো দেখা যায় ।) স্কাইপিতে ইংলিশে চ্যাট করতে কোন সমস্যা না হলেও, বাংলাতে চ্যাটিং এ সমস্যতে পড়েন নাই এমন ব্যাবহারকারী খুব কমই পাওয়া যাবে । সমস্যাটা হলো ”চ্যাটিং এর সময়ে বাংলা ফ্রন্ট চোখে দেখতে পেলেও, ভালো ভাবে বোঝা যায় না যে কি লিখা আছে”। ঠিক এমন....
এর কারণে অনেকে বাংলা পারা সত্যেও স্কাইপিতে ইংরেজিতে চ্যাট করে থাকে। একটু নজরের বাইরে ফ্রন্ট সেটিং থাকার কারণে এই মছিবত আরকি ।
তো দেখা যাক, ফ্রন্ট ইচ্ছা মত বড় করা যায় ক্যামন করে।
১। প্রথমে, স্কাইপি ওপেন করে Tools এ ক্লিক করি ।
২। তারপর, Option এ ক্লিক মারি ।
৩। এখন IM & SMS এ ক্লিক ।
৪। ”IM appearance”
৫। “Change Font”
৬। এবার Size এ গিয়ে 16 বা 18 বা 20 ইচ্ছামত কম বেশি বাছাই করে নিন ।
আসল কাজ শেষ
এবার দেখুন ক্যামন লাগছে
অনেক ধন্যবাদ কষ্ট করে ছোট্ট টিপসটি পড়ার জন্য।
একজন উপকৃত হলেও, আমার এই টিউনসের সার্থকতা।
মোঃ আতিকুর রহমান আতিক
আমি মোঃ আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ অনেক কাজের টিউন