আসসালামু আলাইকুম,
কেমন আছো টেকটিউনস প্রেমি বন্ধুরা?
আমি আসলে তেমন ভালো লিখতে পারিনা , তাই লিখার সাহস ও করিনা। তাই সবসময় অন্যদের লেখা পড়ে কিছু শিখতে চেস্টা করি। আজ একটু সাহস করেই লিখতে বসলাম।
আমি আজ যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো *আমাদের মাঝে অনেকেই আছেন যারা নিয়মিত পাসওয়ার্ড ভুলতে অভ্যস্ত।
তো চলো বন্ধুরা এমন একটি সফট এর সাথে পরিচিত হয়ে যাই যেটা তোমার পাসওয়ার্ড মনে রাখার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিবে। আমি ১ মাসের মত হলো এটা ব্যাবহার করছি এক কথায় অসাধারন একটি সফটওয়্যার।
যে ২ টি ফিচার আমার সবচেয়ে ভালো লেগেছেঃ
১) ব্যাবহার করতে কোন টাকা বা $ দিতে হয় না।
২) এক সাইট এ একবার লগইন করলে পরবর্তিতে পুনরায় লগইন বাটন প্রেস করারও প্রয়োজন হয় না।
এখনি সাইনআপ করে নিতে পারো এখান থেকে।
তোমার মূল্যবান সময় নস্ট করে লেখাটি পরার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায়।
আমি বনী আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুআলাইকুম, আমি বনী আমিন (নোমান)। সরকারি BM Collage Barisal এ পড়াশুনা করি। কারও উপকার করতে পারলে ভালো লাগে।
প্রিয় টিউনার,
আপনার টিউনে রেফারাল লিংকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
টেকটিউনস নীতিমালা ১.১৮ অনুযায়ী – টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে টিউন করা যাবে না।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।