আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
যারা আর্টিস তারা ছবিকে বিভিন্ন নান্দনিক ভাবে আর্টিস করে, এবং কি বিভিন্ন কালার দিয়ে ছবিকে ফুটিয়ে তুলে, তাই আজ আমি ও আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার ছবিকে কিভাবে আর্টিস এর মত করতে হয় তার নিয়ম।
প্রথমে উপরের ছবি তে ক্লিক করে সফট টি ডাউনলোড করে নিন, তারপর চালু করুন।
তারপর Load Photo তে ক্লিক করুন, আপনার পছন্দের মত ১টি ছবি নিন।
এবার Step 1, Step 2, Step 3, Step 4, স্লাইডগুলো টেনে দেখুন কেমন হবে দেখুন আপনার ছবিটি।
এবার ছবির সাথে কোন অবজেক্ট/ Bubbles দিতে হলে Style and Bubbles এ ক্লিক করুন এবার এবার যে কোন ১টি স্টাইল সিলেক্ট করে নাম লিখে সেভ করে রাখুন।
সেভ করতে File গিয়ে সেভ করে রাখুন।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
thanks bhai apner shob tune amar kache khub bhalo lage………………………..thanks