হায়, আমি টেকটিউনস এর একজন নতুন সদস্য ।এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করে দেবেন ।
টেকটিউনস এ একটা পোষ্ট দেখলাম যে বিদ্যুৎ চলে গেলেও মোবাইল চায দেয়া নিয়ে ।আপনারা হয়ত দেখেছেন ।ঐটা দেখে আমার একটা idea এলো তাই share করলাম হয়তো আপনারাও জানেন না জানলে এখন জানুন ।হঠাৎ আপনার এলাকায় বিদ্যুৎ চলে গেল জানলেন ৬ অথবা ১০ ঘন্টা পর বিদ্যুৎ আসবে, এদিকে আপনার মোবাইল
এর চাযও প্রায় শেষ। কি করবেন ??? আমি বলছি.....................
***আমাদের দেশে বেশিরভাগ মানুষই ডেস্কটপ PC use করেন তারা আবশ্যই UPS use করেন ।
UPS এর সাথে CPU এর Power Port এবং Monitor এর Port লাগানো থাকে । বিদ্যুৎ চলেগেলে UPS এর চায PC এর উপর নষ্ট না করে মোবাইল এ সঞ্চয় করুন ।
***হ্যা তাই বিদ্যুৎ চলে গেলে আপনার মোবাইল এর চাযার UPS এর সাথে Plugin করুন আর
বিনাখরচে আপনার মোবাইল চায করুন 100% নিরাপদে ।
বিদ্রুপ ঃ আমার UPS আমার PC কে ১০ মিনিট Backup দেয় আর এই পরিমাণ চায দিয়েআমি প্রায় ৩ ঘন্টা মোবাইল চায করতে পারি, তাই UPS এর Backup যত বেশি হবে আপনিও ততো বেশি সময় মোবাইল চায দিতে পারবেন (চাযার লাইট চায দিলে Backup দ্রুত শেষ হবে) ।
আমি সোহেল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good